চড়া দামে বিক্রি হলো টুইটারের কাঠের পাখিটি
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের লোগোতে থাকা পাখির আদলে কাঠের তৈরি ভাস্কর্যটি নিলামে বিক্রি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের প্রধান কার্যালয়ে এ ভাস্কর্যটি ছিল। এটি এক লাখ ডলার বা এক কোটি পাঁচ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ কার্যালয়ে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও আসবাব নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় নীল রঙের পাখির ভাস্কর্যটি নিলামে তোলা হয়। অন্য পণ্যগুলো তুলনামূলক কম দামে বিক্রি হয়। তবে পাখির ভাস্কর্যটি বেশ চড়া দামে বিক্রি হয়েছে। সূত্র: বিবিসি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চড়া দামে বিক্রি হলো টুইটারের কাঠের পাখিটি
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের লোগোতে থাকা পাখির আদলে কাঠের তৈরি ভাস্কর্যটি নিলামে বিক্রি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের প্রধান কার্যালয়ে এ ভাস্কর্যটি ছিল। এটি এক লাখ ডলার বা এক কোটি পাঁচ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।
সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ কার্যালয়ে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও আসবাব নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় নীল রঙের পাখির ভাস্কর্যটি নিলামে তোলা হয়। অন্য পণ্যগুলো তুলনামূলক কম দামে বিক্রি হয়। তবে পাখির ভাস্কর্যটি বেশ চড়া দামে বিক্রি হয়েছে। সূত্র: বিবিসি