Logo
Logo
×

লাইফ স্টাইল

শীতের জামা তুলে রাখার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৩:০২ পিএম

শীতের জামা তুলে রাখার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

যেহেতু উলের জামাকাপড় বছরে সাধারণত একবারই কাজে লাগে। আর সেটা শীতকালে। এ ছাড়া সারাবছর আর সেভাবে হাত পড়ে না। তাই শীতের এ জামাকাপড় আগামী এক বছর বাক্সবন্দি করার আগে বিশেষ যত্ন নেওয়াও প্রয়োজন। 

অতএব যেসব উলের জামাকাপড় আলমারি থেকে নামিয়েছিলেন, সেগুলোকে পরিষ্কার করে আবার আলমারিতে তুলে রাখার সময় এসেছে। উলের জামাকাপড়় কেচে তোলার আগে তাই জেনে নিন কিছু জরুরি বিষয়—

১. উলের জামাকাপড় বেশি কাচাকাচি না করাই ভালো। তাই খুব বেশি নোংরা না হলে হালকা রোদ ও হাওয়া আসে এমন জায়গায় মেলে রেখে তুলে ফেলুন।

২. যদি দেখেন কোনো একটি জায়গায় দাগ পড়েছে, তবে শুধু সেটুকুই সাবান পানি দিয়ে পরিষ্কার করুন।

৩. যদি একান্তই কাচতে হয়, তবে খুব হালকা সাবান পানিতে গুলে তাতে অল্প সময়ে ভিজিয়ে রেখে দিন। এরপর ধুয়ে নিন। খেয়াল রাখবেন যাতে সাবান সম্পূর্ণ ধোয়া হয়।

৪. উলের জামাকাপড় ওয়াশিংমেশিনে না ধোয়াই ভালো।

৫. উলের জামাকাপড় ধোয়ার জন্য সবসময় ঠান্ডা পানি ব্যবহার করুন। গরম পানিতে উল নষ্ট হয়ে যেতে পারে।

৬. সরাসরি সূর্যের কড়া আলোর নিচে উলের জামাকাপড় শুকাবেন না।

৭. ধোয়ার পর উলের পোশাক মুচড়ে পানি নিংড়াবেন না।

আর গোছানার সময় মাথায় রাখতে হবে—

১. উলের জামাকাপড় অনেক সময় পোকায় কেটে দেয়। তাই আলমারিতে তুলে রাখার সময় একটি তুলার বলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল, ইউক্যালিপটাসেপ তেল অথবা পুদিনার তেল দিয়ে উলের জামাকাপড়ের কাছে রেখে দিন।

২. এমন জায়গায় রাখুন যেখানে পোকামাকড় বা হাওয়া-বাতাস বিশেষ প্রবেশ করতে না পারে। তবে স্যাঁতসেঁতে জায়গাতে উলের জামাকাপড় রাখা যাবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম