মোল্লা বারাদারের নেতৃত্বে হচ্ছে আফগান সরকার

 যুগান্তর ডেস্ক 
০৪ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গানি বারাদারের নেতৃত্বেই গঠিত হচ্ছে আফগানিস্তানের নতুন সরকার। এছাড়া তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে ও সামরিক শাখার প্রধান মোল্লা মোহাম্মাদ ইয়াকুব ও কাতারে গ্র“পটির রাজনৈতিক দপ্তরের উপপ্রধান শের আব্বাস স্ট্যানেকজাই সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে জানা গেছে। সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই দেশটির পঞ্জশিরে তালেবানের সঙ্গে বিরোধীদের তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। প্রদেশটির বেশ কিছু অঞ্চল দখলের দাবি করেছে তালেবান।

এদিকে নতুন সরকারে অন্তর্ভুক্তি ও রাজনীতিতে অংশগ্রহণের দাবিতে শুক্রবার কাবুলে বিক্ষোভ করেছে নারীরা। তবে নতুন সরকারে নারীদের স্থান পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে এক জ্যেষ্ঠ তালেবান নেতা। অন্যদিকে তালেবানের এক মুখপাত্র জানিয়েছে, সরকার পরিচালনার জন্য তালেবানকে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছে চীন। আর আফগানিস্তনের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক র‌্যাব পাকিস্তানে পৌঁছেছেন। এছাড়া কাশ্মীরসহ বিশ্বে নিপীড়িত মুসলিমদের পাশে থাকার বার্তা দিয়েছে তালেবান। খবর রয়টার্স, বিবিসি, এএফপি, আলজাজিরা ও টোলো নিউজের।

তালেবানের শীর্ষ ধর্মীয় নেতা হায়বাতুল্লাহ আখুনজাদা দেশটির ধর্মীয় বিষয়াদি দেখভাল করবেন এবং ইসলামি কাঠামোর মধ্যে শাসনের ওপর মনোযোগ দেবেন। এর আগে সম্প্রতি চার মন্ত্রীর নাম ঘোষণা করে তালেবান। তারা হলেন- অর্থমন্ত্রী গুল আগা, ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির ও ভারপ্রাপ্ত উচ্চশিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি।

জ্যেষ্ঠ তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই জানিয়েছেন, নারীরা বাইরে কাজ করতে পারবেন, তবে নতুন সরকারের উচ্চপদে তাদের নিয়োগ দেওয়া হবে না।

পঞ্জশিরে তীব্র লড়াই : পঞ্জশিরে তীব্র লড়াইয়ে ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) অনেক সদস্য হতাহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান। গত বুধবারই পানশির ঘিরে ফেলার দাবি করে তালেবান। এর পর থেকেই সেখানে সংঘাত চলছে। তবে পানশিরে তালেবানের সাফল্যের দাবির বিপরীত কথা বলছে এনআরএফ। প্রদেশটির সব প্রবেশমুখ নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়েছে তারা। দুই পক্ষের লড়াইয়ে তালেবানের শতাধিক সদস্যের নিহত হওয়ার দাবিও করেছে এনআরএফ। আফগানিস্তানের শেষ প্রান্তের প্রদেশ পঞ্জশির। কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান। গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে। তবে এখনো তাদের নিয়ন্ত্রণে বাইরে রয়েছে পঞ্জশির। প্রদেশটিতে হামলার আগে বিরোধীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হয়েছিল বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। বিফল হওয়ার পরই পঞ্জশিরে প্রবেশ করে তালেবান সদস্যরা।

হেরাতের পর কাবুলে নারীদের বিক্ষোভ : নতুন সরকারে অন্তর্ভুক্তি, সিদ্ধান্ত গ্রহণ ও রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে আফগান নারীরা। দেশটির রাজধানী কাবুলে শুক্রবার এক সমাবেশে আফগান নারী ও সুশীল সমাজের সদস্যরা এ দাবি জানান। এর আগে বৃহস্পতিবার হেরাতে বিক্ষোভ করে নারীরা। কাবুলের সমাবেশে নারীরা তালেবান ও আন্তর্জাতিক সম্প্রদায়কে গত দুই দশকের নারীর অর্জন সংরক্ষণ ও তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকারের প্রতি সম্মান জানানোর আহবান জানানো হয়। পশ্চিমের শহর হেরাতে চাকরি ও শিক্ষাক্ষেত্রে নিজেদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন নারীরা। এ কর্মসূচিতে বৃহস্পতিবার অংশ নেন বহু নারী। আন্দোলনকারীরা বলছেন, তালেবানের নতুন সরকার গঠিত হলে নারী অধিকার আবারও খর্ব হতে পারে। অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে নেমেছেন তারা।

তালেবানকে আর্থিক সহায়তা দেবে চীন : তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ একটি ইতালিয়ান পত্রিকাকে বলেছেন, অর্থের জন্য ইসলামি গোষ্ঠীটি মূলত চীনের ওপর নির্ভর করবে। তিনি জানান, চীনের সাহায্যে অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা চালাবে তালেবান। চীন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। চীন আমাদের জন্য মৌলিক ও অসাধারণ সুযোগের দরজা খুলে দিয়েছে। দেশটি আফগানিস্তানে বিনিয়োগ ও পুনর্নির্মাণের কাজে অংশ নিতে প্রস্তুত।’ তিনি বলেন, নিউ সিল্ক রোড উদ্যোগের সঙ্গে তালেবানও থাকবে। নিউ সিল্ক রোড হলো চীনের অবকাঠামো নির্মাণের উদ্যোগ। আফগানিস্তানে অনেক তামা খনি আছে। চীনের সাহায্যে এসব খনি থেকে তামা উত্তোলন করা হবে। এছাড়া চীনের সাহায্যেই আফগানিস্তান বিশ্ববাজারে প্রবেশ করবে বলে জানান তালেবান মুখপাত্র।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে : আফগান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার রাতে ইসলামাবাদে পৌঁছেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক র‌্যাব। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাকদুম শাহ মাহমুদ কুরেশী তার সঙ্গে আফগান পরিস্থিতি ও দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করবেন। ডোমিনিক র‌্যাব শুক্রবার বিকালে তোরখাম সীমান্তে আফগান শরণার্থী বিষয়ক সমস্যা সমাধানের উদ্দেশ্যে ভ্রমণ করেন। আফগান শরণার্থীদের সাহায্য করার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। এর আগে আফগান ইস্যু নিয়ে আগস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে টেলিফোনে কথা হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের।

কাশ্মীরের মুসলিমদের পাশে থাকার বার্তা : তালেবানরা ভারতবিরোধী কর্মকাণ্ডের জন্য আফগানিস্তানকে ব্যবহার করতে পারে এমন আশঙ্কার মধ্যেই কাশ্মীর নিয়ে মন্তব্য করেছে গ্র“পটি। তালেবান বলছে, কাশ্মীরসহ যে কোনো স্থানে মুসলিমদের হয়ে আওয়াজ তোলার অধিকার রয়েছে তাদের। তবে কোনো দেশের বিরুদ্ধে অস্ত্র উঠাবে না বলেও জানিয়েছে তালেবান। তালেবান মুখপাত্র সুহেইল শাহীন বলেন, মুসলিম হিসাবে ভারতের কাশ্মীরের এবং অন্যান্য দেশের মুসলিমদের জন্য আওয়াজ তোলার অধিকার রয়েছে আমাদের। আমরা আওয়াজ তুলব এবং বলব মুসলিমরা আপনাদেরই মানুষ, আপনাদের নাগরিক। আপনাদের আইনে তাদের সমান অধিকার রয়েছে।

আফগানিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট চালু : আফগানিস্তানে অভ্যন্তরীণ বিমান চলাচল শুক্রবার পুনরায় শুরু হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন আরিয়ানা আফগান এয়ারলাইন্স এই ঘোষণা দিয়েছে। এয়ারলাইনটির এক সিনিয়র ম্যানেজার তামিম আহমাদি বলেন, আমরা তালেবান ও অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সবুজ সংকেত পেয়েছি। ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর কাবুল বিমানবন্দরে আন্তর্জাতিক ও বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়। তবে বৃহস্পতিবার রাতে কাতারের একটি সামরিক বিমান এখানে অবতরণ করে। এদিকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) কাবুলগামী ফ্লাইটের টিকিট বিক্রি করছে। পিআইএ ১৩ সেপ্টেম্বর তারিখের টিকিট বিক্রি করছে। এখন ১৩, ১৫ ও ১৬ সেপ্টেম্বরের টিকিট কেনা যাচ্ছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন