আবারও ছবিতে মৌসুমী হামিদ
আবারও ছবিতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। ছবির নাম ‘গোর’।
এটি পরিচালনা করছেন গাজী রাকায়েত। বর্তমানে ঢাকার নবাবগঞ্জে ছবির শুটিং চলছে। এ ছবিতে মৌসুমী হামিদকে একজন হিন্দু বিধবা মেয়ের চরিত্রে দেখা যাবে। এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘নতুন এ ছবির শুটিং শুরু করেছি।
তবে ছবির শুটিং শেষ করার আগে প্রচারণা নিয়ে নিষেধ করা হয়েছে। পুরো ছবির কাজ শেষ হওয়ার পর পরিচালক সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। রাকায়েত ভাইয়ের এ ছবির গল্প অনেক সুন্দর। আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্র্ণ।
বেশ আনন্দ নিয়েই ছবির শুটিং করছি। কারণ গল্পপ্রধান ছবিতে অভিনয় করতে সবসময়ই ভালো লাগে। আশা করছি দর্শক ছবিটি আগ্রহ নিয়েই দেখবেন।’ প্রসঙ্গত, ২০১২ সালে অনিমেষ আইচ ‘না মানুষ’ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথম নাম লেখান মৌসুমী হামিদ।
যদিও এ ছবির কাজ এখনও শেষ হয়নি। আদৌ হবে কিনা সেটাও নিশ্চিত নন পরিচালক।
এরপর ‘ব্ল্যাকমানি’, ‘ব্ল্যাকমেইল’, ‘হাডসনের বন্ধু’, ‘জালালের গল্প’, ‘মেন্টাল’ ও ‘পূর্ণদৈর্ঘ প্রেমকাহিনী’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। অন্যদিকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন মৌসুমী হামিদ।
আবারও ছবিতে মৌসুমী হামিদ
আনন্দনগর প্রতিবেদক
১৫ অক্টোবর ২০১৮, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আবারও ছবিতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। ছবির নাম ‘গোর’।
এটি পরিচালনা করছেন গাজী রাকায়েত। বর্তমানে ঢাকার নবাবগঞ্জে ছবির শুটিং চলছে। এ ছবিতে মৌসুমী হামিদকে একজন হিন্দু বিধবা মেয়ের চরিত্রে দেখা যাবে। এতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘নতুন এ ছবির শুটিং শুরু করেছি।
তবে ছবির শুটিং শেষ করার আগে প্রচারণা নিয়ে নিষেধ করা হয়েছে। পুরো ছবির কাজ শেষ হওয়ার পর পরিচালক সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবেন। রাকায়েত ভাইয়ের এ ছবির গল্প অনেক সুন্দর। আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্র্ণ।
বেশ আনন্দ নিয়েই ছবির শুটিং করছি। কারণ গল্পপ্রধান ছবিতে অভিনয় করতে সবসময়ই ভালো লাগে। আশা করছি দর্শক ছবিটি আগ্রহ নিয়েই দেখবেন।’ প্রসঙ্গত, ২০১২ সালে অনিমেষ আইচ ‘না মানুষ’ ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথম নাম লেখান মৌসুমী হামিদ।
যদিও এ ছবির কাজ এখনও শেষ হয়নি। আদৌ হবে কিনা সেটাও নিশ্চিত নন পরিচালক।
এরপর ‘ব্ল্যাকমানি’, ‘ব্ল্যাকমেইল’, ‘হাডসনের বন্ধু’, ‘জালালের গল্প’, ‘মেন্টাল’ ও ‘পূর্ণদৈর্ঘ প্রেমকাহিনী’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। অন্যদিকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করছেন মৌসুমী হামিদ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023