আনন্দনগর প্রতিবেদক ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রথম ছবি ‘প্রেমের কেন ফাঁসি’তেই নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছিলেন ঢালিউডের তরুণ প্রতিশ্রুতিশীল নায়ক জন মাসুদ।
আবু সুফিয়ান পরিচালিত এ ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও ছবিতে জনের অনবদ্য অভিনয় দারুণ মন কেড়েছে সবার।
সেই ধারাবাহিকতায় এবার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন এ নায়ক। ছবির নাম ‘পিরীতের নাগর’। গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য ফোক ফ্যান্টাসি ধরনের এ ছবিটি পরিচালনা করবেন মীর টিপু সুলতান।
ছবিতে জনের বিপরীতে দেখা যাবে নবাগতা নাদিয়াকে। আগামী ২৫ জানুয়ারি মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে জন মাসুদ বলেন, ‘আমার প্রথম ছবিটিও ছিল ফোক ফ্যান্টাসি টাইপের। সেটিও গ্রামীণ পটভূমিতে নির্মিত হয়েছিল। নতুন এ ছবির পটভূমিও গ্রামকে কেন্দ্র করে। তবে এর গল্প এবং নির্মাণে বেশ বৈচিত্র্য থাকবে বলে পরিচালক আমাকে বলেছেন। আশা করি ভালো একটি ছবি দর্শকদের উপহার দিতে পারব।’
ছবিতে জন মাসুদ ছাড়া আরও অভিনয় করবেন আলীরাজ, রেবেকা, ফখরুল হাসান বৈরাগী, ববি, হাবিব খান, শবনম পারভীন প্রমুখ।
এদিকে ঢাকাই ছবির মন্দার বাজারে নতুনদের টিকে থাকা প্রসঙ্গে জন মাসুদ বলেন, ‘আমরা যারা স্বপ্ন নিয়ে সিনেমায় কাজ করতে এসেছি, তাদের সঠিকভাবে কাজে লাগানো উচিত বলে মনে করি। সিনিয়র যারা আছেন তারা যদি এদিকে দৃষ্টি দেন তাহলে আমাদের মতো নতুন পরিশ্রমীরা ইন্ডাস্ট্রির সেবা করতে পারব।’
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯