আজ মুক্তি পাচ্ছে আলফা
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নতুন ছবি ‘আলফা’ মুক্তি পাচ্ছে আজ। রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভার), শ্যামলী সিনেপ্লেক্স ও চট্টগ্রামের সিনেপ্লেক্সে একযোগে প্রদর্শিত হবে।
ছবির গল্পে দেখা যাবে, আধুনিক শহরে একজন মানুষ ক্ষয়িষ্ণু শিল্পমাধ্যম (বিলবোর্ড, ব্যানার আঁকার কাজ) নিয়ে কাজ করেন। যান্ত্রিক এ শহরে বাস্তবতার সঙ্গে মানিয়ে এবং অন্তর্দ্বন্দ্ব নিয়ে তার বেঁচে থাকার চিত্রই ফুটে উঠেছে এখানে।
নির্মাতা জানান, ‘এখানে অভিনয় করছেন একঝাঁক নবীন শিল্পী। পরিচিত মুখের মধ্যে আছেন শুধু এটিএম শামসুজ্জামান। ছবির গল্পটাই এমন। আমরাও চেয়েছি এ ছবিতে নতুন সব অভিনয়শিল্পী কাজ করবেন। তবে সবাইকে অডিশন দিয়ে এ ছবিতে যুক্ত হতে হয়েছে। তাদের কেউ কেউ মঞ্চে কাজ করেন। অনেকেরই আবার এ ছবির মধ্য দিয়েই শুরু হচ্ছে অভিনয়।’
ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির, দোয়েল ম্যাশ, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। আগামী মাসে সার্ক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আজ মুক্তি পাচ্ছে আলফা
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নতুন ছবি ‘আলফা’ মুক্তি পাচ্ছে আজ। রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভার), শ্যামলী সিনেপ্লেক্স ও চট্টগ্রামের সিনেপ্লেক্সে একযোগে প্রদর্শিত হবে।
ছবির গল্পে দেখা যাবে, আধুনিক শহরে একজন মানুষ ক্ষয়িষ্ণু শিল্পমাধ্যম (বিলবোর্ড, ব্যানার আঁকার কাজ) নিয়ে কাজ করেন। যান্ত্রিক এ শহরে বাস্তবতার সঙ্গে মানিয়ে এবং অন্তর্দ্বন্দ্ব নিয়ে তার বেঁচে থাকার চিত্রই ফুটে উঠেছে এখানে।
নির্মাতা জানান, ‘এখানে অভিনয় করছেন একঝাঁক নবীন শিল্পী। পরিচিত মুখের মধ্যে আছেন শুধু এটিএম শামসুজ্জামান। ছবির গল্পটাই এমন। আমরাও চেয়েছি এ ছবিতে নতুন সব অভিনয়শিল্পী কাজ করবেন। তবে সবাইকে অডিশন দিয়ে এ ছবিতে যুক্ত হতে হয়েছে। তাদের কেউ কেউ মঞ্চে কাজ করেন। অনেকেরই আবার এ ছবির মধ্য দিয়েই শুরু হচ্ছে অভিনয়।’
ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির, দোয়েল ম্যাশ, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। আগামী মাসে সার্ক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হবে।