ব্লকবাস্টার সিনেমাসের ঈদ আয়োজন
ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন করেছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত বিলাসবহুল সিনেথিয়েটার ব্লকবাস্টার সিনেমাস।
এবার ঈদে ব্লকবাস্টারে ঢালিউড ও হলিউডের ৭টি ছবি প্রদর্শিত হবে। এরমধ্যে ঈদে মুক্তিপ্রাপ্ত ঢালিউডের তিনটি ছবি রয়েছে।
এগুলো হল সাকিব সনেট পরিচালিত ‘নোলক’, মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’। নোলকে অভিনয় করেছেন শাকিব খান ও ববি। পাসওয়ার্ড ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া। অন্যদিকে ব্লকবাস্টারের ঈদ আয়োজনে রয়েছে হলিউডের ৪টি ছবি।
এগুলো হচ্ছে- ‘গডজিলা : কিং অব দ্য মন্সস্টারস’, ‘আলাদিন’, ‘অ্যাভেঞ্জার এন্ডগেম’ ও ‘জন উইক : চ্যাপ্টার থ্রি-পারাবেল্লুম’। মাইকেল ডগহার্টি পরিচালিত ‘গডজিলা : কিং অব দ্য মন্সস্টারস’ ছবিতে অভিনয় করেছেন কাইল চেন্ডার, ভেরা ফারমিগা প্রমুখ।
রূপকথার গল্প নিয়ে নির্মিত মিউজিক্যাল ফ্যান্টাসি ঘরানার ছবি ‘আলাদিন’ পরিচালনা করেছেন গাই রিচি। এতে অভিনয় করেছেন উইল স্মিথ, মেনা মেসোড প্রমুখ। অ্যান্থনি রুশো ও জয় রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার এন্ডগেম’ ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভানস, মার্ক রুফেলো প্রমুখ।
চাদ স্টেহেলস্কি পরিচালিত ‘জন উইক : চ্যাপ্টার থ্রি-পারাবেল্লুম’ ছবিটিতে অভিনয় করেছেন কিয়ানু রিভিস, হ্যালি বেরী প্রমুখ। হলিউডের ছবিগুলো ঈদের আগে থেকেই প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে ঢালিউডের ছবিগুলো ঈদের দিন থেকে প্রদর্শন করা হবে বলে হল কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ব্লকবাস্টার সিনেমাসের ঈদ আয়োজন
ঈদুল ফিতর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন করেছে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত বিলাসবহুল সিনেথিয়েটার ব্লকবাস্টার সিনেমাস।
এবার ঈদে ব্লকবাস্টারে ঢালিউড ও হলিউডের ৭টি ছবি প্রদর্শিত হবে। এরমধ্যে ঈদে মুক্তিপ্রাপ্ত ঢালিউডের তিনটি ছবি রয়েছে।
এগুলো হল সাকিব সনেট পরিচালিত ‘নোলক’, মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ ও অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’। নোলকে অভিনয় করেছেন শাকিব খান ও ববি। পাসওয়ার্ড ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া। অন্যদিকে ব্লকবাস্টারের ঈদ আয়োজনে রয়েছে হলিউডের ৪টি ছবি।
এগুলো হচ্ছে- ‘গডজিলা : কিং অব দ্য মন্সস্টারস’, ‘আলাদিন’, ‘অ্যাভেঞ্জার এন্ডগেম’ ও ‘জন উইক : চ্যাপ্টার থ্রি-পারাবেল্লুম’। মাইকেল ডগহার্টি পরিচালিত ‘গডজিলা : কিং অব দ্য মন্সস্টারস’ ছবিতে অভিনয় করেছেন কাইল চেন্ডার, ভেরা ফারমিগা প্রমুখ।
রূপকথার গল্প নিয়ে নির্মিত মিউজিক্যাল ফ্যান্টাসি ঘরানার ছবি ‘আলাদিন’ পরিচালনা করেছেন গাই রিচি। এতে অভিনয় করেছেন উইল স্মিথ, মেনা মেসোড প্রমুখ। অ্যান্থনি রুশো ও জয় রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার এন্ডগেম’ ছবিতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভানস, মার্ক রুফেলো প্রমুখ।
চাদ স্টেহেলস্কি পরিচালিত ‘জন উইক : চ্যাপ্টার থ্রি-পারাবেল্লুম’ ছবিটিতে অভিনয় করেছেন কিয়ানু রিভিস, হ্যালি বেরী প্রমুখ। হলিউডের ছবিগুলো ঈদের আগে থেকেই প্রদর্শিত হচ্ছে। অন্যদিকে ঢালিউডের ছবিগুলো ঈদের দিন থেকে প্রদর্শন করা হবে বলে হল কর্তৃপক্ষ জানিয়েছে।