তৌসিফ-সাফা কবিরের কানামাছি (ভিডিও)
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দৃষ্টিপ্রতিবন্ধী রিনির সঙ্গে মজার ছলেই পরিচয় হয় শারীরিক প্রতিবন্ধী রিপনের। তারা একই ভার্সিটিতে পড়েন। রিপন পড়াশোনার পাশাপাশি ওই ভার্সিটিতেই নাইট গার্ডের চাকরি করেন। পরিচয়ের পর সম্পর্ক গড়ায় প্রণয়ে।
রিপনের একমাত্র বন্ধু তার বাবার রেখে যাওয়া সাইকেল। সামনে রিনির জন্মদিন। এরই মধ্যে রিপনের নাইট গার্ডের চাকরিটাও চলে যায়। রিপন ভাবনায় পড়ে কী করে রিনিকে জন্মদিনের উপহার দেবে।
অনেক ভেবে নিজের প্রিয় সাইকেল বিক্রি করে দেন। কিন্তু রিনিকে বলে চুরি হয়ে গেছে। একটি প্রেমের চিঠিও লিখে তিনি। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কানামাছি’।
মিজানুর রহমান পাপ্পুর গল্পে এটি পরিচালনা করেছেন স্বরাজ দেব। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, জীবন, আপেল, লিমন প্রমুখ।
ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এ চলচ্চিত্রটি এরই মধ্যে অনলাইন ইউটিউব চ্যানেল ‘ধ্রুব টিভি’তে প্রকাশ হয়েছে।
