নোলকের দর্শক বাড়বে
ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত ‘নোলক’ নামে একটি ছবি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আরও দুটি ছবি। ঈদ উদযাপন, ঈদের ছবি, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
১০ জুন ২০১৯, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
* ছয় দিনে নোলক নিয়ে দর্শক সাড়া কেমন পাচ্ছেন?
** খুব ভালো সাড়া পাচ্ছি। আমি নিজেও কয়েকটি সিনেমাহলে গিয়ে দেখেছি এ ছবির নিয়ে দর্শকদের উচ্ছ্বাস অনেক। আর কিছুদিন গেলে নোলকের দর্শক আরও বাড়বে বলে মনে করি।
* এ ছবিতে শাকিব খানের সঙ্গে রসায়ন কেমন ছিল?
** এর আগেও শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি। তবে ‘নোলক’ একেবারেই ভিন্ন। এটি সম্পূর্ণ মৌলিক ছবি। গল্পটিও অসাধারণ। শাকিব ভাইও বেশ মন দিয়ে কাজ করেছেন। সব মিলিয়ে নোলক একটি উপভোগ্য ছবি।
* ঈদে শাকিব খানের নিজস্ব প্রযোজনার ছবিও মুক্তি পেয়েছে। তার ছবির সঙ্গে মুক্তি না দিলে কি নোলকের সফলতা আরও বেশি ছাড়িয়ে যেত না?
** মুক্তির বিষয়টি প্রযোজকই ভালো বুঝবেন। কেন এখন মুক্তি দেয়া হল, কিংবা পরে মুক্তি দিলে আরও বেশি সফলতা পেত, এগুলো নিয়ে আমি ভাবছি না। আমি অভিনয় করেছি, অভিনেত্রী হিসেবে প্রচারণায় অংশ নেয়া আমার দায়িত্ব। সেটিই পালন করেছি। তাছাড়া আমি মনে করি, নোলক এমনিতেও সফল।
* ঈদের ছবিতে বিশ্বকাপ ক্রিকেটের প্রভাব কেমন পড়েছে বলে মনে করেন?
** আমাদের বিনোদনের দুটি জায়গা। সেটা হচ্ছে খেলা ও সিনেমা দেখা। ঈদে সাধারণত দর্শকরা সিনেমা দেখার প্রতি একটু বেশি আগ্রহী। এবারের ঈদে বিশ্বকাপ ক্রিকেটও একসঙ্গে শুরু হয়েছে। এখানে বাংলাদেশও অংশ নিয়েছে। স্বভাবতই খেলার জন্য সিনেমা দেখায় কিছুটা প্রভাব তো পড়বেই। তবে যারা সিনেমাপাগল তারা সেটা দেখছেনই।
* মুক্তি প্রতীক্ষিত ছবির খবর কী?
** আমার অভিনীত ‘বেপরোয়া’ ও ‘বৃদ্ধাশ্রম’ নামে দুটি ছবি এ বছরই মুক্তি দেয়ার কথা রয়েছে। তবে এখনও নির্দিষ্ট দিন তারিখ ঠিক করা হয়নি।
* নতুন কোনো ছবিতে কাজ করার খবর আছে?
** হ্যাঁ, নোলকের প্রোডাকশন হাউস থেকে আরও দুটি ছবি নির্মাণের কথা রয়েছে। এ দুটি ছবির শুটিং এ বছরই শুরু হবে। কলকাতা থেকেও নতুন আরেকটি ছবিতে কাজ করার জন্য প্রাথমিক কথাবার্তা হয়েছে। চূড়ান্ত হলে এ বছরই শুটিং শুরু করব।
হাসান সাইদুল
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোলকের দর্শক বাড়বে
ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত ‘নোলক’ নামে একটি ছবি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আরও দুটি ছবি। ঈদ উদযাপন, ঈদের ছবি, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
* ছয় দিনে নোলক নিয়ে দর্শক সাড়া কেমন পাচ্ছেন?
** খুব ভালো সাড়া পাচ্ছি। আমি নিজেও কয়েকটি সিনেমাহলে গিয়ে দেখেছি এ ছবির নিয়ে দর্শকদের উচ্ছ্বাস অনেক। আর কিছুদিন গেলে নোলকের দর্শক আরও বাড়বে বলে মনে করি।
* এ ছবিতে শাকিব খানের সঙ্গে রসায়ন কেমন ছিল?
** এর আগেও শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি। তবে ‘নোলক’ একেবারেই ভিন্ন। এটি সম্পূর্ণ মৌলিক ছবি। গল্পটিও অসাধারণ। শাকিব ভাইও বেশ মন দিয়ে কাজ করেছেন। সব মিলিয়ে নোলক একটি উপভোগ্য ছবি।
* ঈদে শাকিব খানের নিজস্ব প্রযোজনার ছবিও মুক্তি পেয়েছে। তার ছবির সঙ্গে মুক্তি না দিলে কি নোলকের সফলতা আরও বেশি ছাড়িয়ে যেত না?
** মুক্তির বিষয়টি প্রযোজকই ভালো বুঝবেন। কেন এখন মুক্তি দেয়া হল, কিংবা পরে মুক্তি দিলে আরও বেশি সফলতা পেত, এগুলো নিয়ে আমি ভাবছি না। আমি অভিনয় করেছি, অভিনেত্রী হিসেবে প্রচারণায় অংশ নেয়া আমার দায়িত্ব। সেটিই পালন করেছি। তাছাড়া আমি মনে করি, নোলক এমনিতেও সফল।
* ঈদের ছবিতে বিশ্বকাপ ক্রিকেটের প্রভাব কেমন পড়েছে বলে মনে করেন?
** আমাদের বিনোদনের দুটি জায়গা। সেটা হচ্ছে খেলা ও সিনেমা দেখা। ঈদে সাধারণত দর্শকরা সিনেমা দেখার প্রতি একটু বেশি আগ্রহী। এবারের ঈদে বিশ্বকাপ ক্রিকেটও একসঙ্গে শুরু হয়েছে। এখানে বাংলাদেশও অংশ নিয়েছে। স্বভাবতই খেলার জন্য সিনেমা দেখায় কিছুটা প্রভাব তো পড়বেই। তবে যারা সিনেমাপাগল তারা সেটা দেখছেনই।
* মুক্তি প্রতীক্ষিত ছবির খবর কী?
** আমার অভিনীত ‘বেপরোয়া’ ও ‘বৃদ্ধাশ্রম’ নামে দুটি ছবি এ বছরই মুক্তি দেয়ার কথা রয়েছে। তবে এখনও নির্দিষ্ট দিন তারিখ ঠিক করা হয়নি।
* নতুন কোনো ছবিতে কাজ করার খবর আছে?
** হ্যাঁ, নোলকের প্রোডাকশন হাউস থেকে আরও দুটি ছবি নির্মাণের কথা রয়েছে। এ দুটি ছবির শুটিং এ বছরই শুরু হবে। কলকাতা থেকেও নতুন আরেকটি ছবিতে কাজ করার জন্য প্রাথমিক কথাবার্তা হয়েছে। চূড়ান্ত হলে এ বছরই শুটিং শুরু করব।
হাসান সাইদুল