আসছে স্বাগতার নতুন ছবি
ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করছেন জিনাত শানু স্বাগতা। গানের সঙ্গে অভিনয় ক্যারিয়ারকেও সমান্তরালে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে নতুন একটি ছবিতে অভিনয় করেছেন। নাম ‘মানুষের বাগান’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক।
ছবিতে তিনি একজন গরিব পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। আমি কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছি।’
এর আগে এ পরিচালকের ‘ডুব সাঁতার’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন। সেটিও প্রশংসিত হয়েছিল। অন্যদিকে নতুন আরেকটি ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন স্বাগতা। চলতি বছরেই এ ছবিরও শুটিং শুরু হবে বলে জানা গেছে।
এর আগে ‘শত্রু শত্রু খেলা’, ‘কোটি টাকার ফকির’, ‘অশান্ত মন’, ‘সুচনা রেখার দিকে’ এবং ‘ফিরে এসো বেহুলা’ নামে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন স্বাগতা। এছাড়া টিভিতে নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনাও করছেন এ অভিনেত্রী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আসছে স্বাগতার নতুন ছবি
ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করছেন জিনাত শানু স্বাগতা। গানের সঙ্গে অভিনয় ক্যারিয়ারকেও সমান্তরালে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে নতুন একটি ছবিতে অভিনয় করেছেন। নাম ‘মানুষের বাগান’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক।
ছবিতে তিনি একজন গরিব পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। আমি কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছি।’
এর আগে এ পরিচালকের ‘ডুব সাঁতার’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন। সেটিও প্রশংসিত হয়েছিল। অন্যদিকে নতুন আরেকটি ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন স্বাগতা। চলতি বছরেই এ ছবিরও শুটিং শুরু হবে বলে জানা গেছে।
এর আগে ‘শত্রু শত্রু খেলা’, ‘কোটি টাকার ফকির’, ‘অশান্ত মন’, ‘সুচনা রেখার দিকে’ এবং ‘ফিরে এসো বেহুলা’ নামে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন স্বাগতা। এছাড়া টিভিতে নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনাও করছেন এ অভিনেত্রী।