অপেক্ষায় আরেফিন শুভ...
ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক আরেফিন শুভ। দীর্ঘদিন পর মুক্তি পাচ্ছে শুভ অভিনীত নতুন ছবি ‘সাপলুডু’।
সর্বশেষ গত বছরের এপ্রিল মাসে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘একটি সিনেমার গল্প’। মাঝে কলকাতায় মুক্তি পেয়েছে ‘আহা রে’ ছবিটি। তবে বাংলাদেশে একটি সিনেমার গল্পের পর প্রেক্ষাগৃহে শুভকে দেখতে পাননি দর্শক। ‘সাপলুডু’র মাধ্যমে ভক্তরা আবারও তাদের প্রিয় নায়ককে পর্দায় দেখতে পাবেন।
এ ছবির জন্য মূলত আরেফিন শুভ অপেক্ষার প্রহর গুনছেন। কারণ থ্রিলারধর্মী গল্প নিয়ে বাংলাদেশে এর আগে এত বড় পরিসরে খুব একটা কাজ হয়নি বলেই তার ধারণা। সবশ্রেণির দর্শক ছবিটি দেখে বিনোদিত হবেন বলেও জানিয়েছেন তিনি।
চলতি বছরের ২৩ জুন সাপলুডুর প্রথম পোস্টার প্রকাশ পেলেও এ ছবির টিজার প্রকাশ হয় ফেব্রুয়ারিতে। এদিকে শুভ অভিনীত পুলিশি থ্রিলার ছবি ‘মিশন এক্সট্রিম’-এর শুটিংও শেষ। আগামী বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাবে। অন্যদিকে নতুন কিছু বড় প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বলেও জানালেন এ নায়ক।
এদিকে প্রায় দুইমাস পর আমেরিকা থেকে ফিরে এরইমধ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ নায়ক। গতকাল থেকে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘জ্যাম’ ছবির শুটিং করছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অপেক্ষায় আরেফিন শুভ...
ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক আরেফিন শুভ। দীর্ঘদিন পর মুক্তি পাচ্ছে শুভ অভিনীত নতুন ছবি ‘সাপলুডু’।
সর্বশেষ গত বছরের এপ্রিল মাসে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘একটি সিনেমার গল্প’। মাঝে কলকাতায় মুক্তি পেয়েছে ‘আহা রে’ ছবিটি। তবে বাংলাদেশে একটি সিনেমার গল্পের পর প্রেক্ষাগৃহে শুভকে দেখতে পাননি দর্শক। ‘সাপলুডু’র মাধ্যমে ভক্তরা আবারও তাদের প্রিয় নায়ককে পর্দায় দেখতে পাবেন।
এ ছবির জন্য মূলত আরেফিন শুভ অপেক্ষার প্রহর গুনছেন। কারণ থ্রিলারধর্মী গল্প নিয়ে বাংলাদেশে এর আগে এত বড় পরিসরে খুব একটা কাজ হয়নি বলেই তার ধারণা। সবশ্রেণির দর্শক ছবিটি দেখে বিনোদিত হবেন বলেও জানিয়েছেন তিনি।
চলতি বছরের ২৩ জুন সাপলুডুর প্রথম পোস্টার প্রকাশ পেলেও এ ছবির টিজার প্রকাশ হয় ফেব্রুয়ারিতে। এদিকে শুভ অভিনীত পুলিশি থ্রিলার ছবি ‘মিশন এক্সট্রিম’-এর শুটিংও শেষ। আগামী বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাবে। অন্যদিকে নতুন কিছু বড় প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বলেও জানালেন এ নায়ক।
এদিকে প্রায় দুইমাস পর আমেরিকা থেকে ফিরে এরইমধ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ নায়ক। গতকাল থেকে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘জ্যাম’ ছবির শুটিং করছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা।