মোশাররফ করিমের চিত্রনাট্যে ‘ও ডাক্তার’
আনন্দনগর প্রতিবেদক
১৪ অক্টোবর ২০১৯, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। টিভি পর্দায় তার উপস্থিতি মানেই বিনোদনের ভরপুর প্যাকেজ। সম্প্রতি এ তারকা নতুন একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘ও ডাক্তার’। নাটকটি চিত্রনাট্যও করেছেন এ অভিনেতা। এতে তাকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করেছেন ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া ঝুমুর চরিত্রের সারিকা সাবাহ। নাটকটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন মুরসালিন শুভ। নাটকের গল্পে দেখা যাবে, এক মেয়ে শারীরিক কিছু সমস্যার জন্য তার বোনকে নিয়ে ডাক্তারের কাছে আসে। ডাক্তার সেই মেয়ের চিকিৎসা দেয়ার পর তার ছোট বোনকেও নানা বাহানায় চিকিৎসা দিতে চায়। কারণ মোশাররফ করিম তাকে পছন্দ করেন। পরে দেখা যায় সত্যি সত্যিই মেয়েটি অসুস্থ। এভাবেই এগিয়ে যায় গল্প। নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটি কেমন হয়েছে সেটা বলবেন দর্শক। তবে শুধু বলব গল্পটি সুন্দর। আমি চিত্রনাট্য করেছি বলেই তা নয়। অভিজ্ঞতা থেকে বলছি, সত্যিকার অর্থেই দর্শক নাটকটি দেখে বিনোদিত হবেন।’ সারিকা সাবাহ বলেন, ‘মোশাররফ ভাই আমার অনেক পছন্দের একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করতে পেরে সত্যিই আমি অনেক মুগ্ধ। নাটকটির গল্পও চমৎকার। আশা করি সবার ভালো লাগবে।’ নাটকটি বাংলাভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মোশাররফ করিমের চিত্রনাট্যে ‘ও ডাক্তার’
নাটকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। টিভি পর্দায় তার উপস্থিতি মানেই বিনোদনের ভরপুর প্যাকেজ। সম্প্রতি এ তারকা নতুন একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘ও ডাক্তার’। নাটকটি চিত্রনাট্যও করেছেন এ অভিনেতা। এতে তাকে একজন ডাক্তারের ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করেছেন ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া ঝুমুর চরিত্রের সারিকা সাবাহ। নাটকটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন মুরসালিন শুভ। নাটকের গল্পে দেখা যাবে, এক মেয়ে শারীরিক কিছু সমস্যার জন্য তার বোনকে নিয়ে ডাক্তারের কাছে আসে। ডাক্তার সেই মেয়ের চিকিৎসা দেয়ার পর তার ছোট বোনকেও নানা বাহানায় চিকিৎসা দিতে চায়। কারণ মোশাররফ করিম তাকে পছন্দ করেন। পরে দেখা যায় সত্যি সত্যিই মেয়েটি অসুস্থ। এভাবেই এগিয়ে যায় গল্প। নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকটি কেমন হয়েছে সেটা বলবেন দর্শক। তবে শুধু বলব গল্পটি সুন্দর। আমি চিত্রনাট্য করেছি বলেই তা নয়। অভিজ্ঞতা থেকে বলছি, সত্যিকার অর্থেই দর্শক নাটকটি দেখে বিনোদিত হবেন।’ সারিকা সাবাহ বলেন, ‘মোশাররফ ভাই আমার অনেক পছন্দের একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করতে পেরে সত্যিই আমি অনেক মুগ্ধ। নাটকটির গল্পও চমৎকার। আশা করি সবার ভালো লাগবে।’ নাটকটি বাংলাভিশনে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।