বারী সিদ্দিকী স্মরণে অনুষ্ঠান
২০১৭ সালের ২৪ নভেম্বর প্রয়াত হন বংশীবাদক ও কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী। ১৫ নভেম্বর ছিল তার জন্মদিন। এ উপলক্ষে তাকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ। আজ বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা
একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। আয়োজনে থাকবে শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, হাসান মতিউর রহমান, দেলোয়ার আরজুদা শরফ, কণ্ঠশিল্পী রবি চৌধুরী। সভাপতিত্ব করবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা অভিনেতা ডি এ তায়েব।
সংস্কৃতি পর্বে গান গাইবেন শফি মণ্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, ফকির শাহাবুদ্দিন, আশরাফ উদাস, মুজিব পরদেশি, পথিক হাসান, বিন্দু কনা, প্রিন্স আলমগীরসহ অনেক। এ স্মৃতিচারণ অনুষ্ঠান প্রসঙ্গে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্স আলমগীর বলেন, ‘এ অনুষ্ঠানে বারী সিদ্দিকীর গানগুলোই সবাই গাইবেন।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বারী সিদ্দিকী স্মরণে অনুষ্ঠান
২০১৭ সালের ২৪ নভেম্বর প্রয়াত হন বংশীবাদক ও কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী। ১৫ নভেম্বর ছিল তার জন্মদিন। এ উপলক্ষে তাকে নিয়ে একটি স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদ। আজ বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা
একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। আয়োজনে থাকবে শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, হাসান মতিউর রহমান, দেলোয়ার আরজুদা শরফ, কণ্ঠশিল্পী রবি চৌধুরী। সভাপতিত্ব করবেন বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা অভিনেতা ডি এ তায়েব।
সংস্কৃতি পর্বে গান গাইবেন শফি মণ্ডল, শাহনাজ বেলী, আলম আরা মিনু, ফকির শাহাবুদ্দিন, আশরাফ উদাস, মুজিব পরদেশি, পথিক হাসান, বিন্দু কনা, প্রিন্স আলমগীরসহ অনেক। এ স্মৃতিচারণ অনুষ্ঠান প্রসঙ্গে বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রিন্স আলমগীর বলেন, ‘এ অনুষ্ঠানে বারী সিদ্দিকীর গানগুলোই সবাই গাইবেন।’