কাজের পরিবেশ নিরাপদ আছে
হ্যালো...
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘ বিরতির পর অভিনয়ে নিয়মিত হয়েছেন। বর্তমানে দুটি ছবির শুটিং করছেন। এছাড়া একাধিক ছবির প্রস্তাবও আছে তার কাছে। অভিনয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
সোহেল আহসান
০২ ডিসেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
* করোনার মধ্যেই শুটিং শুরু করেছেন। কাজের পরিবেশ কতটুকু নিরাপদ মনে হচ্ছে?
** আমি মনে করছি কাজের পরিবেশ নিরাপদ আছে। করোনাভাইরাসের প্রকোপের শুরুর দিকে এ নিয়ে সচেতনতা এবং নিরাপদ থাকার জন্য যেসব নিয়ম পালন করা দরকার সে সম্পর্কে অনেকেরই ধারণা কম ছিল। তাই আক্রান্তের সংখ্যাও বেশি ছিল। তবে এখন সবাই শিখে গেছে কীভাবে এ ভাইরাস থেকে নিরাপদ থাকা যায়। আমি নিজেও স্বাস্থ্যবিধি মেনে শুটিং করছি। নির্মাতারাও এ বিষয়ে বেশ সচেতন।
* অভিনয় জীবনে প্রথমবার ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন। কেমন লাগছে কাজটি?
** অবশ্য ভালোই লাগছে। শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’ ছবির শুটিং শেষ করেছি দু’দিন আগে। এতে আমার সহশিল্পী বাপ্পী চৌধুরী। মহান মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। এ ধরনের গল্পের ছবিতেও অনেকদিন পর অভিনয় করছি। শুটিং লোকেশন থেকে শুরু করে সব কিছুই গোছানো ছিল। শুনেছি খুব কম সময়ের মধ্যেই ছবির কারিগরি এবং অন্যান্য কাজ শেষ করে মুক্তি দেয়া হবে। এটি নিয়ে আমি বেশ আশাবাদী।
* সরকারি অনুদানে ‘ছায়াবৃক্ষ’ নামে একটি ছবিতেও অভিনয় করছেন। এটির কাজের অগ্রগতি কতদূর?
** চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি চা বাগানে ছবির শুটিং করেছি একটানা দু’সপ্তাহ। আরও সপ্তাহখানেক সময় লাগবে শুটিং শেষ করতে। এটিও ব্যতিক্রমধর্মী গল্পের ছবি। এতে আমি চা শ্রমিকের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমার অবয়ব পরিবর্তন করতে হয়েছে। এ ধরনের অবয়বে প্রথম হাজির হব দর্শকের সামনে। তাছাড়া চা বাগানে যেহেতু শুটিং হচ্ছে তাই লোকেশনও যথেষ্ট ভালো। সবকিছু মিলিয়ে ছবিটি দর্শকের ভালো লাগবে।
* আপনার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নামে একটি ছবি দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় আছে। এটি কবে মুক্তি পাবে?
** ছবিটির সব কাজ শেষ। পরিচালক দেবাশীষ বিশ্বাসের কাছে মাঝে ছবিটির মুক্তির বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন করোনাভাইরাস না থাকলে আরও আগেই এটি মুক্তি পেত। এখন যেহেতু প্রতিকূল পরিবেশ তাই প্রযোজক ছবিটি মুক্তি দিতে দেরি করছেন। প্রেক্ষাগৃহ খুলে দেয়ার পরও কিন্তু দর্শকের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। তবে বিকল্প উপায়ে মুক্তি দেয়া যায় কি না এটি নিয়েও ভাবছেন ছবির কর্তৃপক্ষ।
* এখন স্টেজ অনুষ্ঠানের মৌসুম শুরু হয়েছে। আপনি কী স্টেজে পারফর্ম করবেন?
** জনসমাগমযুক্ত অনুষ্ঠানে এখনই পারফর্ম করার ইচ্ছা নেই আমার। তাছাড়া আমি এ ধরনের প্রোগ্রামে খুব বেশি পারফর্মও করি না। যেহেতু করোনাকাল চলছে তাই স্টেজ অনুষ্ঠান থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করছি। তবে ইনডোরে কয়েকদিন আগে একটি ব্রাইডাল শোতে পারফর্ম করেছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হ্যালো...
কাজের পরিবেশ নিরাপদ আছে
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘ বিরতির পর অভিনয়ে নিয়মিত হয়েছেন। বর্তমানে দুটি ছবির শুটিং করছেন। এছাড়া একাধিক ছবির প্রস্তাবও আছে তার কাছে। অভিনয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
* করোনার মধ্যেই শুটিং শুরু করেছেন। কাজের পরিবেশ কতটুকু নিরাপদ মনে হচ্ছে?
** আমি মনে করছি কাজের পরিবেশ নিরাপদ আছে। করোনাভাইরাসের প্রকোপের শুরুর দিকে এ নিয়ে সচেতনতা এবং নিরাপদ থাকার জন্য যেসব নিয়ম পালন করা দরকার সে সম্পর্কে অনেকেরই ধারণা কম ছিল। তাই আক্রান্তের সংখ্যাও বেশি ছিল। তবে এখন সবাই শিখে গেছে কীভাবে এ ভাইরাস থেকে নিরাপদ থাকা যায়। আমি নিজেও স্বাস্থ্যবিধি মেনে শুটিং করছি। নির্মাতারাও এ বিষয়ে বেশ সচেতন।
* অভিনয় জীবনে প্রথমবার ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন। কেমন লাগছে কাজটি?
** অবশ্য ভালোই লাগছে। শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘প্রিয় কমলা’ ছবির শুটিং শেষ করেছি দু’দিন আগে। এতে আমার সহশিল্পী বাপ্পী চৌধুরী। মহান মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। এ ধরনের গল্পের ছবিতেও অনেকদিন পর অভিনয় করছি। শুটিং লোকেশন থেকে শুরু করে সব কিছুই গোছানো ছিল। শুনেছি খুব কম সময়ের মধ্যেই ছবির কারিগরি এবং অন্যান্য কাজ শেষ করে মুক্তি দেয়া হবে। এটি নিয়ে আমি বেশ আশাবাদী।
* সরকারি অনুদানে ‘ছায়াবৃক্ষ’ নামে একটি ছবিতেও অভিনয় করছেন। এটির কাজের অগ্রগতি কতদূর?
** চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি চা বাগানে ছবির শুটিং করেছি একটানা দু’সপ্তাহ। আরও সপ্তাহখানেক সময় লাগবে শুটিং শেষ করতে। এটিও ব্যতিক্রমধর্মী গল্পের ছবি। এতে আমি চা শ্রমিকের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমার অবয়ব পরিবর্তন করতে হয়েছে। এ ধরনের অবয়বে প্রথম হাজির হব দর্শকের সামনে। তাছাড়া চা বাগানে যেহেতু শুটিং হচ্ছে তাই লোকেশনও যথেষ্ট ভালো। সবকিছু মিলিয়ে ছবিটি দর্শকের ভালো লাগবে।
* আপনার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নামে একটি ছবি দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় আছে। এটি কবে মুক্তি পাবে?
** ছবিটির সব কাজ শেষ। পরিচালক দেবাশীষ বিশ্বাসের কাছে মাঝে ছবিটির মুক্তির বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন করোনাভাইরাস না থাকলে আরও আগেই এটি মুক্তি পেত। এখন যেহেতু প্রতিকূল পরিবেশ তাই প্রযোজক ছবিটি মুক্তি দিতে দেরি করছেন। প্রেক্ষাগৃহ খুলে দেয়ার পরও কিন্তু দর্শকের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। তবে বিকল্প উপায়ে মুক্তি দেয়া যায় কি না এটি নিয়েও ভাবছেন ছবির কর্তৃপক্ষ।
* এখন স্টেজ অনুষ্ঠানের মৌসুম শুরু হয়েছে। আপনি কী স্টেজে পারফর্ম করবেন?
** জনসমাগমযুক্ত অনুষ্ঠানে এখনই পারফর্ম করার ইচ্ছা নেই আমার। তাছাড়া আমি এ ধরনের প্রোগ্রামে খুব বেশি পারফর্মও করি না। যেহেতু করোনাকাল চলছে তাই স্টেজ অনুষ্ঠান থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করছি। তবে ইনডোরে কয়েকদিন আগে একটি ব্রাইডাল শোতে পারফর্ম করেছি।