অনলাইন উপস্থাপনায় স্বাগতা
অভিনয়, মডেলিং, গান, নির্দেশনা ও উপস্থাপনা- সবখানে নিয়মিত কাজ করছেন জিনাত শানু স্বাগতা। করোনার প্রকোপ শুরুর পর কিছুদিন কাজ বন্ধ থাকলেও গত কয়েক মাস ধরে আবারও কাজে ব্যস্ততা বাড়িয়েছেন তিনি। এখন নিয়মিত কাজ করছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি অনলাইন চ্যানেলের বিনোদনবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন। এতে প্রতি মাসে তিনি একজন করে বিনোদন তারকার মুখোমুখি হবেন। প্রথম পর্বে স্বাগতা সাক্ষাৎকার নিয়েছেন সঙ্গীতশিল্পী আশিকুজ্জামান টুলুর। নতুন এ অভিজ্ঞতা প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘অনলাইনে এখন সবকিছুই হচ্ছে। করোনাভাইরাস আসার আগে থেকেই মানুষ অনলাইনকেন্দ্রিক বিনোদন মাধ্যমে ঝুঁকেছেন। টিভি ও বেতারে উপস্থাপনা করছি অনেক দিন ধরে। এবার অনলাইন প্ল্যাটফর্মের জন্য উপস্থাপনা শুরু করেছি। দর্শকপ্রিয়তা পেলে দীর্ঘমেয়াদে এ কাজটি করার পরিকল্পনা আছে।’ এদিকে আফসানা মিমির পরিচালনায় ‘শায়ংকাল’ নামের একটি দীর্ঘ ধারাবাহিকেও অভিনয় করছেন এ অভিনেত্রী। নাটকটি শিগগিরই বিটিভিতে প্রচার শুরু হবে। এছাড়া দুটি একখণ্ডের নাটকেও অভিনয় করেছেন স্বাগতা। নাটকের পাশাপাশি ছবিতেও অভিনয় করেন তিনি। নুরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘মানুষের বাগান’ নামে দুটি ছবিতে অভিনয় করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অনলাইন উপস্থাপনায় স্বাগতা
অভিনয়, মডেলিং, গান, নির্দেশনা ও উপস্থাপনা- সবখানে নিয়মিত কাজ করছেন জিনাত শানু স্বাগতা। করোনার প্রকোপ শুরুর পর কিছুদিন কাজ বন্ধ থাকলেও গত কয়েক মাস ধরে আবারও কাজে ব্যস্ততা বাড়িয়েছেন তিনি। এখন নিয়মিত কাজ করছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি অনলাইন চ্যানেলের বিনোদনবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন। এতে প্রতি মাসে তিনি একজন করে বিনোদন তারকার মুখোমুখি হবেন। প্রথম পর্বে স্বাগতা সাক্ষাৎকার নিয়েছেন সঙ্গীতশিল্পী আশিকুজ্জামান টুলুর। নতুন এ অভিজ্ঞতা প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘অনলাইনে এখন সবকিছুই হচ্ছে। করোনাভাইরাস আসার আগে থেকেই মানুষ অনলাইনকেন্দ্রিক বিনোদন মাধ্যমে ঝুঁকেছেন। টিভি ও বেতারে উপস্থাপনা করছি অনেক দিন ধরে। এবার অনলাইন প্ল্যাটফর্মের জন্য উপস্থাপনা শুরু করেছি। দর্শকপ্রিয়তা পেলে দীর্ঘমেয়াদে এ কাজটি করার পরিকল্পনা আছে।’ এদিকে আফসানা মিমির পরিচালনায় ‘শায়ংকাল’ নামের একটি দীর্ঘ ধারাবাহিকেও অভিনয় করছেন এ অভিনেত্রী। নাটকটি শিগগিরই বিটিভিতে প্রচার শুরু হবে। এছাড়া দুটি একখণ্ডের নাটকেও অভিনয় করেছেন স্বাগতা। নাটকের পাশাপাশি ছবিতেও অভিনয় করেন তিনি। নুরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘মানুষের বাগান’ নামে দুটি ছবিতে অভিনয় করেছেন।