মিলন ভট্টাচার্যের ধারাবাহিকে সালাউদ্দিন লাভলু
আনন্দনগর প্রতিবেদক
০২ ডিসেম্বর ২০২০, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
অভিনেতা ও নির্মাতা মিলন ভট্টাচার্যের পরিচালনায় একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু। নাটকটির নাম ‘চাঁদের হাট’। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। আজ থেকে নাগরিক টিভিতে প্রচার শুরু হচ্ছে নাটকটির। এতে অভিনয় প্রসঙ্গে লাভলু বলেন, ‘অভিনয় করাটা আমার কাছে কঠিন কাজ মনে হয়। তবুও নির্মাতাদের অনুরোধে এবং গল্প ভালোলাগার কারণে অভিনয় করি। মিলন ভট্টাচার্যের এ নাটকে কাজ করতেও খুব ভালোলাগা তৈরি হয়েছে। সহশিল্পীরাও ভালোভাবেই সাপোর্ট দিয়েছেন। আশা করছি নাটকটি দর্শকের পছন্দ হবে।’ নাটকটি প্রসঙ্গে নির্মাতা মিলন ভট্টাচার্য বলেন, ‘লাভলু ভাই আমার পছন্দের অভিনেতা। তার সঙ্গে অনেক নাটকে অভিনয়ও করেছি। এ নাটকে তিনি আমার পরিচালনায় সাবলীল অভিনয় করেছেন, যা দর্শকের মনযোগ আকর্ষণ করবে।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মিলন ভট্টাচার্যের ধারাবাহিকে সালাউদ্দিন লাভলু
অভিনেতা ও নির্মাতা মিলন ভট্টাচার্যের পরিচালনায় একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু। নাটকটির নাম ‘চাঁদের হাট’। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। আজ থেকে নাগরিক টিভিতে প্রচার শুরু হচ্ছে নাটকটির। এতে অভিনয় প্রসঙ্গে লাভলু বলেন, ‘অভিনয় করাটা আমার কাছে কঠিন কাজ মনে হয়। তবুও নির্মাতাদের অনুরোধে এবং গল্প ভালোলাগার কারণে অভিনয় করি। মিলন ভট্টাচার্যের এ নাটকে কাজ করতেও খুব ভালোলাগা তৈরি হয়েছে। সহশিল্পীরাও ভালোভাবেই সাপোর্ট দিয়েছেন। আশা করছি নাটকটি দর্শকের পছন্দ হবে।’ নাটকটি প্রসঙ্গে নির্মাতা মিলন ভট্টাচার্য বলেন, ‘লাভলু ভাই আমার পছন্দের অভিনেতা। তার সঙ্গে অনেক নাটকে অভিনয়ও করেছি। এ নাটকে তিনি আমার পরিচালনায় সাবলীল অভিনয় করেছেন, যা দর্শকের মনযোগ আকর্ষণ করবে।’