শিরোনামহীনের জন্য আমার শুভকামনা রয়েছে
হ্যালো...
শিরোনামহীন ব্যান্ডের মাধ্যমে গায়ক হিসাবে পরিচিত ছিলেন তানযির তুহিন। কিন্তু দলটি থেকে বের হয়ে নিজেই আরেকটি দল করেছেন। নাম ‘আভাস’। বর্তমানে এ ব্যান্ড থেকে তার নতুন গান প্রকাশ হচ্ছে। ব্যান্ড এবং সংগীতের নানা বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
সোহেল আহসান
২২ জানুয়ারি ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
* সম্প্রতি ‘আভাস’ ব্যান্ডের চতুর্থ গান প্রকাশ হয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?
** প্রত্যাশার থেকেও বেশি সাড়া পাচ্ছি। গানটি প্রকাশের প্রথম সপ্তাহেই প্রায় দুই লাখের মতো শ্রোতা-দর্শক এটি শুনেছেন। গানের ভিডিওটিও নতুন পরিকল্পনা নিয়ে তৈরি করেছি। যার কারণে ভিডিওসহ গান উপভোগ করতে শ্রোতাদের আগ্রহ জাগছে।
* ব্যান্ড থেকে নতুন গান তৈরির কোনো পরিকল্পনা করছেন?
** আপাতত নয়। কারণ একটি গান তৈরির জন্য প্রচুর সময় দিতে হয়। তা ছাড়া আমরা কিছুটা নিয়েই কাজ করি। এর আগে যে তিনটি গান প্রকাশ করেছিল সেগুলোও সময় নিয়েই তৈরি করা। নতুন গান যেহেতু সদ্য প্রকাশ হয়েছে। এটা শ্রোতারা শুনতে থাকুক। তারপর আমরা নতুন গান তৈরিতে মনোযোগ দেব।
* ব্যান্ডের স্টেজ শো শুরু করেছেন?
** ব্যাপকভাবে শুরু করিনি। মাঝে মধ্যে ইনডোরে হঠাৎ গাইছি। ব্যান্ডের শোয়ের জন্য বড় জায়গা লাগে। যেহেতু গণজমায়েতে কোনো ব্যান্ডই পারফরম করছে না। তাই আমরা সেভাবে অনুষ্ঠান করছি না। তা ছাড়া ব্যান্ডের গানের বেশিরভাগ শ্রোতাই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাই ক্যাম্পাস খোলার অপেক্ষায় আছি আমরাও।
* অনেক ব্যান্ড গায়কই একক গান প্রকাশ করেন। আপনার পরিকল্পনা কী?
** আমার দুই দশকের সংগীত জীবনে একক গান প্রকাশ করেছি হাতেগোনা। তবে শ্রোতারা আমার একক গানগুলো আগ্রহ নিয়ে গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় আগামী মাসে ‘ওরা হারায়’ নামের নতুন একটি একক গান প্রকাশ করব। এটি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে তৈরি। সুর করেছেন মেঘদল ব্যান্ডের শোয়েব। আশা করছি এ গানটিও শ্রোতারা পছন্দ করবেন।
* আপনার নামের সঙ্গে শিরোনামহীনের নামটি এখনো সবার মুখে মুখে। বিষয়টি কীভাবে দেখেন?
** যেহেতু ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য আমি। আর এ ব্যান্ডের হয়েই শ্রোতাদের ভালোবাসা প্রথম পাই। এ ছাড়া সেই ব্যান্ডের হয়ে গাওয়া কয়েকটি গান অসম্ভব শ্রোতাপ্রিয় হয়। তাই আমার নামের সঙ্গে ব্যান্ডটির নাম চলে আসাটাই স্বাভাবিক। ওই ব্যান্ডে না থাকলেও তাদের জন্য আমার শুভকামনা সব সময় রয়েছে।
* গানের ভিডিওতে অভিনয় করেন। নাটক সিনেমায় অভিনয়ের পরিকল্পনা কিংবা প্রস্তাব পেয়েছেন?
** সংগীত জীবনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু গান ছাড়া অন্য কিছুতে তেমন কোনো আগ্রহ নেই আমার। গানের ভিডিওতে অভিনয় করতে হয়, এটুকুতেই সন্তুষ্ট থাকতে চাই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হ্যালো...
শিরোনামহীনের জন্য আমার শুভকামনা রয়েছে
শিরোনামহীন ব্যান্ডের মাধ্যমে গায়ক হিসাবে পরিচিত ছিলেন তানযির তুহিন। কিন্তু দলটি থেকে বের হয়ে নিজেই আরেকটি দল করেছেন। নাম ‘আভাস’। বর্তমানে এ ব্যান্ড থেকে তার নতুন গান প্রকাশ হচ্ছে। ব্যান্ড এবং সংগীতের নানা বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
* সম্প্রতি ‘আভাস’ ব্যান্ডের চতুর্থ গান প্রকাশ হয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?
** প্রত্যাশার থেকেও বেশি সাড়া পাচ্ছি। গানটি প্রকাশের প্রথম সপ্তাহেই প্রায় দুই লাখের মতো শ্রোতা-দর্শক এটি শুনেছেন। গানের ভিডিওটিও নতুন পরিকল্পনা নিয়ে তৈরি করেছি। যার কারণে ভিডিওসহ গান উপভোগ করতে শ্রোতাদের আগ্রহ জাগছে।
* ব্যান্ড থেকে নতুন গান তৈরির কোনো পরিকল্পনা করছেন?
** আপাতত নয়। কারণ একটি গান তৈরির জন্য প্রচুর সময় দিতে হয়। তা ছাড়া আমরা কিছুটা নিয়েই কাজ করি। এর আগে যে তিনটি গান প্রকাশ করেছিল সেগুলোও সময় নিয়েই তৈরি করা। নতুন গান যেহেতু সদ্য প্রকাশ হয়েছে। এটা শ্রোতারা শুনতে থাকুক। তারপর আমরা নতুন গান তৈরিতে মনোযোগ দেব।
* ব্যান্ডের স্টেজ শো শুরু করেছেন?
** ব্যাপকভাবে শুরু করিনি। মাঝে মধ্যে ইনডোরে হঠাৎ গাইছি। ব্যান্ডের শোয়ের জন্য বড় জায়গা লাগে। যেহেতু গণজমায়েতে কোনো ব্যান্ডই পারফরম করছে না। তাই আমরা সেভাবে অনুষ্ঠান করছি না। তা ছাড়া ব্যান্ডের গানের বেশিরভাগ শ্রোতাই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাই ক্যাম্পাস খোলার অপেক্ষায় আছি আমরাও।
* অনেক ব্যান্ড গায়কই একক গান প্রকাশ করেন। আপনার পরিকল্পনা কী?
** আমার দুই দশকের সংগীত জীবনে একক গান প্রকাশ করেছি হাতেগোনা। তবে শ্রোতারা আমার একক গানগুলো আগ্রহ নিয়ে গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় আগামী মাসে ‘ওরা হারায়’ নামের নতুন একটি একক গান প্রকাশ করব। এটি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে তৈরি। সুর করেছেন মেঘদল ব্যান্ডের শোয়েব। আশা করছি এ গানটিও শ্রোতারা পছন্দ করবেন।
* আপনার নামের সঙ্গে শিরোনামহীনের নামটি এখনো সবার মুখে মুখে। বিষয়টি কীভাবে দেখেন?
** যেহেতু ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য আমি। আর এ ব্যান্ডের হয়েই শ্রোতাদের ভালোবাসা প্রথম পাই। এ ছাড়া সেই ব্যান্ডের হয়ে গাওয়া কয়েকটি গান অসম্ভব শ্রোতাপ্রিয় হয়। তাই আমার নামের সঙ্গে ব্যান্ডটির নাম চলে আসাটাই স্বাভাবিক। ওই ব্যান্ডে না থাকলেও তাদের জন্য আমার শুভকামনা সব সময় রয়েছে।
* গানের ভিডিওতে অভিনয় করেন। নাটক সিনেমায় অভিনয়ের পরিকল্পনা কিংবা প্রস্তাব পেয়েছেন?
** সংগীত জীবনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু গান ছাড়া অন্য কিছুতে তেমন কোনো আগ্রহ নেই আমার। গানের ভিডিওতে অভিনয় করতে হয়, এটুকুতেই সন্তুষ্ট থাকতে চাই।