নাটকের গানে পাবেল
অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে সম্প্রতি প্রকাশ হয়েছে মহিদুল মহিমের পরিচালনায় নাটক ‘শিল্পী’। এ নাটকে দুটি পুরনো গান রিমেক করা হয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পাবেল। গানগুলো হচ্ছে এন্ড্রু কিশোর ও ডলি সায়ান্তনীর গাওয়া ‘বুকে চিন চিন করে’ এবং এন্ড্রু কিশোর, কনকচাঁপা ও বিপ্লবের গাওয়া ‘বিধি তুমি বলে দাও’। নতুন করে সংগীত পরিচালনা করেছেন আভরাল সাহির। দুটি গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে পাবেল বলেন, ‘দুটি গানেই প্রথমবারের মতো ছেলে ও মেয়ে দুই কণ্ঠে গান করেছি। এটি ছিল আমার ভিন্নধর্মী প্রথম কোনো কাজ। অভিজ্ঞতাটাও দারুণ। আশা করছি সামনে আরও ভালো কিছু গান আমার শ্রোতাদের উপহার দিতে পারব।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নাটকের গানে পাবেল
অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে সম্প্রতি প্রকাশ হয়েছে মহিদুল মহিমের পরিচালনায় নাটক ‘শিল্পী’। এ নাটকে দুটি পুরনো গান রিমেক করা হয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পাবেল। গানগুলো হচ্ছে এন্ড্রু কিশোর ও ডলি সায়ান্তনীর গাওয়া ‘বুকে চিন চিন করে’ এবং এন্ড্রু কিশোর, কনকচাঁপা ও বিপ্লবের গাওয়া ‘বিধি তুমি বলে দাও’। নতুন করে সংগীত পরিচালনা করেছেন আভরাল সাহির। দুটি গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে পাবেল বলেন, ‘দুটি গানেই প্রথমবারের মতো ছেলে ও মেয়ে দুই কণ্ঠে গান করেছি। এটি ছিল আমার ভিন্নধর্মী প্রথম কোনো কাজ। অভিজ্ঞতাটাও দারুণ। আশা করছি সামনে আরও ভালো কিছু গান আমার শ্রোতাদের উপহার দিতে পারব।’