এবার গীতিকার পরিচয়ে গায়ক মনির খান
সংগীতশিল্পী হিসাবেই জনপ্রিয় মনির খান। তবে মাঝে মধ্যে গানের সুরও করেন তিনি। নিজের সুর করা ছয়টি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি। এবার ভিন্ন পরিচয়ে আবির্ভূত হচ্ছেন এ গায়ক।
নিজের জন্য গান লিখছেন তিনি। অর্থাৎ তার নামের পাশে গীতিকার শব্দটিও যোগ হচ্ছে। এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘পূর্ণাঙ্গ গান না লিখলেও আমার গাওয়া গানগুলোর কিছু সম্পাদনার কাজ করি সব সময়ই। তাই এক ধরনের অভিজ্ঞতা তো হয়েছেই। সেই অভিজ্ঞতা দিয়েই একটি গান লেখার কাজ করছি। শিগ্গির লেখার কাজ শেষ করে এতে সুর বসিয়ে কণ্ঠও দেব।
কেমন হবে কাজটি তা আমি বলতে পারব না। শ্রোতারাই বিচার করবেন আমার লেখা গানটি কেমন হয়েছে।’ নিজের জন্য গান লিখলেও অন্য কারও জন্য বা নিয়মিত গান লেখার কোনো ইচ্ছা নেই তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ কাজটি করছি একেবারেই এক্সপেরিমেন্টাল। বলতে পারেন শখের বশে।
অন্য কারও জন্য গান লেখার প্রশ্নই আসে না। নিয়মিতও লিখব না। নিজের গান কারেকশন করি এটাই আমার কাছে ভালোলাগার। শিল্পী পরিচয়টাই আমার জন্য বেশ সমৃদ্ধের। এর বাইরে আর কিছু চাওয়ার নেই।’ এদিকে এ সংগীতশিল্পী ১০০ নতুন গান প্রকাশের প্রজেক্ট নিয়ে কাজ করছেন। এরই মধ্যে এ প্রজেক্টের আওতায় ৩৫টি গান প্রকাশও করেছেন। আরও ৩০টি গান প্রকাশের অপেক্ষায় আছে।
কাজ চলছে আরও নতুন গানের। গানগুলো তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে। এ ছাড়া দীর্ঘ বিরতির পর সম্প্রতি স্টেজ অনুষ্ঠানেও ফিরেছেন মনির খান। বেশ কিছুদিন রাজনীতিতে সক্রিয় থাকলেও গত জাতীয় নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে এ মাধ্যম থেকে বিদায় নিয়েছেন এ সংগীতশিল্পী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এবার গীতিকার পরিচয়ে গায়ক মনির খান
সংগীতশিল্পী হিসাবেই জনপ্রিয় মনির খান। তবে মাঝে মধ্যে গানের সুরও করেন তিনি। নিজের সুর করা ছয়টি গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি। এবার ভিন্ন পরিচয়ে আবির্ভূত হচ্ছেন এ গায়ক।
নিজের জন্য গান লিখছেন তিনি। অর্থাৎ তার নামের পাশে গীতিকার শব্দটিও যোগ হচ্ছে। এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘পূর্ণাঙ্গ গান না লিখলেও আমার গাওয়া গানগুলোর কিছু সম্পাদনার কাজ করি সব সময়ই। তাই এক ধরনের অভিজ্ঞতা তো হয়েছেই। সেই অভিজ্ঞতা দিয়েই একটি গান লেখার কাজ করছি। শিগ্গির লেখার কাজ শেষ করে এতে সুর বসিয়ে কণ্ঠও দেব।
কেমন হবে কাজটি তা আমি বলতে পারব না। শ্রোতারাই বিচার করবেন আমার লেখা গানটি কেমন হয়েছে।’ নিজের জন্য গান লিখলেও অন্য কারও জন্য বা নিয়মিত গান লেখার কোনো ইচ্ছা নেই তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ কাজটি করছি একেবারেই এক্সপেরিমেন্টাল। বলতে পারেন শখের বশে।
অন্য কারও জন্য গান লেখার প্রশ্নই আসে না। নিয়মিতও লিখব না। নিজের গান কারেকশন করি এটাই আমার কাছে ভালোলাগার। শিল্পী পরিচয়টাই আমার জন্য বেশ সমৃদ্ধের। এর বাইরে আর কিছু চাওয়ার নেই।’ এদিকে এ সংগীতশিল্পী ১০০ নতুন গান প্রকাশের প্রজেক্ট নিয়ে কাজ করছেন। এরই মধ্যে এ প্রজেক্টের আওতায় ৩৫টি গান প্রকাশও করেছেন। আরও ৩০টি গান প্রকাশের অপেক্ষায় আছে।
কাজ চলছে আরও নতুন গানের। গানগুলো তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে। এ ছাড়া দীর্ঘ বিরতির পর সম্প্রতি স্টেজ অনুষ্ঠানেও ফিরেছেন মনির খান। বেশ কিছুদিন রাজনীতিতে সক্রিয় থাকলেও গত জাতীয় নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে এ মাধ্যম থেকে বিদায় নিয়েছেন এ সংগীতশিল্পী।