এক বছর বিরতির পর অভিনয়ে তমা
নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও উপস্থাপক হিসাবে পরিচিত তমা মির্জা। করোনাকাল শুরু হওয়ার পর উপস্থাপনার কাজ করলেও অভিনয় থেকে দূরে ছিলেন। সেই অবস্থায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পরও অভিনয়ে ফেরেননি। সেই বিরতির অবসান হচ্ছে আগামী ১৫ মার্চ। মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘আনন্দী’ নামের একটি ওয়েব সিরিজ দিয়েই অভিনয়ে ফিরছেন এ অভিনেত্রী। সিরিজটির নাম ভূমিকায় তাকে দেখা যাবে। এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘অভিনয়ে ফেরার জন্য আমিও ব্যাকুল ছিলাম। করোনাভাইরাসসহ ব্যক্তিগত জীবনের কিছু বিষয়ের জন্য মানসিকভাবে অপ্রস্তুত ছিলাম এতদিন। এখন সেই সমস্যাগুলো কিছুটা কমেছে। তাই মনস্থির করেছি অভিনয়ে ফেরার। সুন্দর গল্পের একটি ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ পেয়েছি। আশা করছি ফেরাটা ভালোই হবে। পর্যায়ক্রমে আরও কিছু কাজের সঙ্গে যুক্ত হব শিগ্গির। সবার কাছে দোয়া চাই নিরাপদ ও সুস্থভাবে যেনো কাজ করতে পারি।’ এদিকে গত বছরের শেষ দিকে প্রযোজনা সংস্থাও গঠন করেছেন এ অভিনেত্রী। ‘মির্জাস ক্রিয়েশনস’ নামের এ প্রতিষ্ঠান থেকে নাটক, ছবি এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করবেন তমা। এ প্রতিষ্ঠান থেকে প্রথম নাটকটি নির্মাণের জন্য তৌকীর আহমেদের সঙ্গে চুক্তি করেছেন তিনি। এ ছাড়া তার হাতে রয়েছে তিনটি ছবির কাজ। এর মধ্যে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ ছবির শুটিং শেষ, ডাবিংয়ের কাজ বাকি আছে। এ ছাড়া শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপকাহিনী’ এবং আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবি দুটির শুটিং অনেকদিন ধরেই বন্ধ হয়ে আছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এক বছর বিরতির পর অভিনয়ে তমা
নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও উপস্থাপক হিসাবে পরিচিত তমা মির্জা। করোনাকাল শুরু হওয়ার পর উপস্থাপনার কাজ করলেও অভিনয় থেকে দূরে ছিলেন। সেই অবস্থায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পরও অভিনয়ে ফেরেননি। সেই বিরতির অবসান হচ্ছে আগামী ১৫ মার্চ। মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘আনন্দী’ নামের একটি ওয়েব সিরিজ দিয়েই অভিনয়ে ফিরছেন এ অভিনেত্রী। সিরিজটির নাম ভূমিকায় তাকে দেখা যাবে। এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘অভিনয়ে ফেরার জন্য আমিও ব্যাকুল ছিলাম। করোনাভাইরাসসহ ব্যক্তিগত জীবনের কিছু বিষয়ের জন্য মানসিকভাবে অপ্রস্তুত ছিলাম এতদিন। এখন সেই সমস্যাগুলো কিছুটা কমেছে। তাই মনস্থির করেছি অভিনয়ে ফেরার। সুন্দর গল্পের একটি ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ পেয়েছি। আশা করছি ফেরাটা ভালোই হবে। পর্যায়ক্রমে আরও কিছু কাজের সঙ্গে যুক্ত হব শিগ্গির। সবার কাছে দোয়া চাই নিরাপদ ও সুস্থভাবে যেনো কাজ করতে পারি।’ এদিকে গত বছরের শেষ দিকে প্রযোজনা সংস্থাও গঠন করেছেন এ অভিনেত্রী। ‘মির্জাস ক্রিয়েশনস’ নামের এ প্রতিষ্ঠান থেকে নাটক, ছবি এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করবেন তমা। এ প্রতিষ্ঠান থেকে প্রথম নাটকটি নির্মাণের জন্য তৌকীর আহমেদের সঙ্গে চুক্তি করেছেন তিনি। এ ছাড়া তার হাতে রয়েছে তিনটি ছবির কাজ। এর মধ্যে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ ছবির শুটিং শেষ, ডাবিংয়ের কাজ বাকি আছে। এ ছাড়া শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপকাহিনী’ এবং আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবি দুটির শুটিং অনেকদিন ধরেই বন্ধ হয়ে আছে।