ইসলামী গানে কণ্ঠ দিলেন মনির খান
আধুনিক গানে নিয়মিত কণ্ঠ দেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। বছরের পুরোটা সময়ই তিনি নতুন গান তৈরির কাজে ব্যস্ত থাকেন। করোনাকালে তার গাওয়া পুরোনো কিছু গানও নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে হাজির করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি একটি ইসলামী গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘এক যে শিশু দোলে, মা আমিনার কোলে’।
গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মিল্টন খন্দকার। সম্প্রতি এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। প্রথম রমজানে গানটি মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এমকে মিউজিক টোয়েন্টিফোরে প্রকাশ হবে।
এ গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘সারা বছর তো রোমান্টিক ও বিরহের গান গাই। রমজান মাসে তাই ইসলামী গান করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এবারও সুন্দর কথার এ গানটিতে কণ্ঠ দিয়েছি। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ এদিকে মিল্টন খন্দকারের সঙ্গে যৌথভাবে একটি গানের প্রকল্প নিয়েও কাজ করছেন এ সংগীতশিল্পী। সেই কাজের অংশ হিসাবে প্রতি সপ্তাহে দুটি নতুন গান প্রকাশ করছেন মনির খান। গান প্রকাশের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এ ছাড়া আগামী ঈদে একাধিক ডুয়েট গান প্রকাশ করার পরিকল্পনা করছেন এ সংগীতশিল্পী। অডিও গানের পাশাপাশি ছবির গানেও কণ্ঠ দিয়ে যাচ্ছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইসলামী গানে কণ্ঠ দিলেন মনির খান
আধুনিক গানে নিয়মিত কণ্ঠ দেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। বছরের পুরোটা সময়ই তিনি নতুন গান তৈরির কাজে ব্যস্ত থাকেন। করোনাকালে তার গাওয়া পুরোনো কিছু গানও নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে হাজির করেছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি একটি ইসলামী গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘এক যে শিশু দোলে, মা আমিনার কোলে’।
গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মিল্টন খন্দকার। সম্প্রতি এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। প্রথম রমজানে গানটি মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এমকে মিউজিক টোয়েন্টিফোরে প্রকাশ হবে।
এ গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘সারা বছর তো রোমান্টিক ও বিরহের গান গাই। রমজান মাসে তাই ইসলামী গান করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এবারও সুন্দর কথার এ গানটিতে কণ্ঠ দিয়েছি। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ এদিকে মিল্টন খন্দকারের সঙ্গে যৌথভাবে একটি গানের প্রকল্প নিয়েও কাজ করছেন এ সংগীতশিল্পী। সেই কাজের অংশ হিসাবে প্রতি সপ্তাহে দুটি নতুন গান প্রকাশ করছেন মনির খান। গান প্রকাশের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এ ছাড়া আগামী ঈদে একাধিক ডুয়েট গান প্রকাশ করার পরিকল্পনা করছেন এ সংগীতশিল্পী। অডিও গানের পাশাপাশি ছবির গানেও কণ্ঠ দিয়ে যাচ্ছেন তিনি।