আবারও শো নিয়ে বিতর্কে কপিল শর্মা
বছর তিনেক আগে আমেরিকা যাওয়ার পথে বিমানে মদ্যপ অবস্থায় সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন ভারতের জনপ্রিয় উপস্থাপক ‘দ্য কপিল শর্মা শো’র উপস্থাপক কপিল শর্মা। এ কারণে তাকে ছেড়ে চলে গিয়েছিলেন এ শোয়ে তাকে সহযোগিতা করা বেশ ক’জন শিল্পী। ফলে বেশ কিছুদিন শোটির কার্যক্রম বন্ধ ছিল। শেষ পর্যন্ত কপিল ক্ষমা চাইলেও দু’জন আর তার সঙ্গে ফেরেননি। এরপর নতুন কয়েকজনকে নিয়ে শোটি আবার চালু হয়। কিন্তু যত্রতত্র মদপানের অভিযোগ কপিলের পিছু ছাড়েনি। এবার এ শোতেই আদালতের দৃশ্যে মদপানের অভিযোগে ভারতের আদালতে এফআইআর দাখিল করা হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। জানা গেছে, ২১ এপ্রিল প্রচারিত এ শোয়ের একটি পর্বে আদালতের দৃশ্যে দেখানো হয়েছে অভিনেতার মদপান। এ জন্য মধ্যপ্রদেশের শিবপুরীর জেলা আদালতে অভিযোগ দায়ের করেছেন সুরেশ ধাকড় নামে এক আইনজীবী। অভিযোগে তিনি লিখেছেন, ‘দ্য কপিল শর্মা শোয়ে আদালতের দৃশ্যে মদপান করতে দেখা গেছে। এটি সম্পূর্ণ নিন্দনীয় একটি কাজ। গর্হিত অপরাধও বটে। এসব বন্ধ হওয়া উচিত। শোয়ের নির্মাতারা পুরোপুরি কাল্পনিক বলেও সতর্কীকরণ দিতে পারত। কিন্তু তারা সেটি করেননি। শুধু তাই নয়, এ শোয়ে মহিলাদের নিয়েও আপত্তিকর মন্তব্যও করা হয়েছে।’ আদালত মামলাটি গ্রহণ করে ১ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন। যদিও এখনো পর্যন্ত এ মামলা নিয়ে মুখ খোলেননি কপিল শর্মা কিংবা এর প্রচার প্রতিষ্ঠান সনি টিভি। প্রসঙ্গত, বর্তমানে এ শোতে কপিল ছাড়াও দেখা যাচ্ছে ভারতী সিং, অর্চনা পুরাণ সিং, সুমনা চক্রবর্তী ও কিক্কু শারদাকে। ২০১৬ সালে শুরু হওয়া এ শোটির বর্তমানে তৃতীয় সিজন চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আবারও শো নিয়ে বিতর্কে কপিল শর্মা
বছর তিনেক আগে আমেরিকা যাওয়ার পথে বিমানে মদ্যপ অবস্থায় সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন ভারতের জনপ্রিয় উপস্থাপক ‘দ্য কপিল শর্মা শো’র উপস্থাপক কপিল শর্মা। এ কারণে তাকে ছেড়ে চলে গিয়েছিলেন এ শোয়ে তাকে সহযোগিতা করা বেশ ক’জন শিল্পী। ফলে বেশ কিছুদিন শোটির কার্যক্রম বন্ধ ছিল। শেষ পর্যন্ত কপিল ক্ষমা চাইলেও দু’জন আর তার সঙ্গে ফেরেননি। এরপর নতুন কয়েকজনকে নিয়ে শোটি আবার চালু হয়। কিন্তু যত্রতত্র মদপানের অভিযোগ কপিলের পিছু ছাড়েনি। এবার এ শোতেই আদালতের দৃশ্যে মদপানের অভিযোগে ভারতের আদালতে এফআইআর দাখিল করা হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। জানা গেছে, ২১ এপ্রিল প্রচারিত এ শোয়ের একটি পর্বে আদালতের দৃশ্যে দেখানো হয়েছে অভিনেতার মদপান। এ জন্য মধ্যপ্রদেশের শিবপুরীর জেলা আদালতে অভিযোগ দায়ের করেছেন সুরেশ ধাকড় নামে এক আইনজীবী। অভিযোগে তিনি লিখেছেন, ‘দ্য কপিল শর্মা শোয়ে আদালতের দৃশ্যে মদপান করতে দেখা গেছে। এটি সম্পূর্ণ নিন্দনীয় একটি কাজ। গর্হিত অপরাধও বটে। এসব বন্ধ হওয়া উচিত। শোয়ের নির্মাতারা পুরোপুরি কাল্পনিক বলেও সতর্কীকরণ দিতে পারত। কিন্তু তারা সেটি করেননি। শুধু তাই নয়, এ শোয়ে মহিলাদের নিয়েও আপত্তিকর মন্তব্যও করা হয়েছে।’ আদালত মামলাটি গ্রহণ করে ১ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন। যদিও এখনো পর্যন্ত এ মামলা নিয়ে মুখ খোলেননি কপিল শর্মা কিংবা এর প্রচার প্রতিষ্ঠান সনি টিভি। প্রসঙ্গত, বর্তমানে এ শোতে কপিল ছাড়াও দেখা যাচ্ছে ভারতী সিং, অর্চনা পুরাণ সিং, সুমনা চক্রবর্তী ও কিক্কু শারদাকে। ২০১৬ সালে শুরু হওয়া এ শোটির বর্তমানে তৃতীয় সিজন চলছে।