নতুন ধারাবাহিক নিয়ে আসছেন তারা

 আনন্দনগর প্রতিবেদক 
৩০ নভেম্বর ২০২১, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে টিভি পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু, অভিনেত্রী শাহনাজ খুশী ও নাট্যকার বৃন্দাবন দাস। নাটকের নাম ‘ষাণ্ডা পাণ্ডা’। এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলে একটি শুটিং বাড়িতে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে।

এটি রচনা করেছেন বৃন্দাবন দাস এবং পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। এ ধারাবাহিকে খুশী অভিনয় করছেন দেবজানি চরিত্রে। চঞ্চল চৌধুরীকে দেখা যাবে শিক্ষকের চরিত্রে। এতে অভিনয় প্রসঙ্গে শাহনাজ খুশী বলেন, ‘বৃন্দাবন দাসের স্ক্রিপ্ট এক কথায় চমৎকার। নির্দেশনার ক্ষেত্রেও লাভলু ভাই নিজেকে আরও আধুনিক করে তুলেছেন। যদিও যেখানে শুটিং করছি লোকেশন কেন্দ্রিক আনুষঙ্গিক সুবিধা আগের মতো আর নেই। তারপরও তিনি চেষ্টা করছেন গল্পটাকে যথাযথভাবে তুলে ধরতে। তাই এটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ চঞ্চল চৌধুরী বলেন, ‘বৃন্দাবন দাদার স্ক্রিপ্টের প্রতি দর্শকের আস্থা আছে। যথারীতি লাভলু ভাইও নির্মাণে নন্দিত। তাই এটি বলতে পারি দর্শকের জন্য নিঃসন্দেহে ভালো কিছু অপেক্ষা করছে।’ নাটকটি শিগ্গির চ্যানেল আইতে প্রচারে আসবে বলে জানিয়েছেন পরিচালক। এদিকে ৩ ডিসেম্বর থেকে দেখতে পাওয়া যাবে চঞ্চল চৌধুরী অভিনীত শঙ্খদাশ গুপ্ত পরিচালিত ‘বলি’ নামে একটি নাটকে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন