সিনেমায় নিয়মিত অভিনয় করতে চাই
একাধারে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জাকিয়া বারী মম। করোনাকাল শুরু হওয়ার পর কাজের গতি কমিয়ে দিয়েছিলেন। প্রায় ছয় মাস কাজ থেকে দূরে থাকার পর এখন আবার নিয়মিত হয়েছেন। অভিনয় করছেন নাটকে। আগামী মাসে তার অভিনীত নতুন একটি সিনেমাও মুক্তি পাচ্ছে। অভিনয় এবং অন্য বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** শুটিং নিয়েই বেশি ব্যস্ত। এক বছর পর নতুন একটি সিনেমায় অভিনয় করছি। এটি পরিচালনা করছেন খিজির হায়াত খান। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা এটি।
* এখন কি তাহলে সিনেমায় নিয়মিত অভিনয় করবেন?
** আমি তো সিনেমায় নিয়মিত অভিনয় করতে চাই। অভিনয়ের প্রস্তাবও পাই। কিন্তু বেশিরভাগ গল্পই পছন্দ হয় না, তাই সচরাচর সিনেমায় অভিনয় করি না। গল্পটা গতানুগতিক হলে সেটির প্রতি দর্শকের কোনো আকর্ষণ থাকে না। এ ধরনের কাজে সময় নষ্ট হয় শুধু।
* ডিসেম্বরে আপনার অভিনীত ‘আগামীকাল’ নামের একটি সিনেমা মুক্তি পাচ্ছে। এটি নিয়ে আশাবাদ কী?
** এটির শুটিং করেছিলাম ২০১৯ সালে। সুন্দর একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। করোনাকাল হলেও এটির প্রতি দর্শকের আগ্রহ থাকবে ভালোই। সব মিলিয়ে এটির সফলতা নিয়ে আমি দারুণ আশাবাদী।
* ভারতের একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিন বছর আগে। সেটি মুক্তির কোনো তথ্য আছে?
** ‘ম্যাক্স কি গান’ নামের সিনেমাটির কাজ তখনই শেষ করেছিলাম। যতটুকু জানি করোনার কারণেই এটির মুক্তি বিলম্বিত হচ্ছে। এটিও আমার অভিনয় জীবনের উল্লেখ করার মতো একটি কাজ।
* নাটকে অভিনয়ের খবর কী?
** ‘সৎ মা’ নামের একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছি। এটি টিভিতে প্রচারও হচ্ছে। নাটকে অভিনয়ের ব্যস্ততা আগের থেকে বৃদ্ধি করেছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে নিয়মিতই নাটকে অভিনয় করে যাব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হ্যালো...
সিনেমায় নিয়মিত অভিনয় করতে চাই
একাধারে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জাকিয়া বারী মম। করোনাকাল শুরু হওয়ার পর কাজের গতি কমিয়ে দিয়েছিলেন। প্রায় ছয় মাস কাজ থেকে দূরে থাকার পর এখন আবার নিয়মিত হয়েছেন। অভিনয় করছেন নাটকে। আগামী মাসে তার অভিনীত নতুন একটি সিনেমাও মুক্তি পাচ্ছে। অভিনয় এবং অন্য বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** শুটিং নিয়েই বেশি ব্যস্ত। এক বছর পর নতুন একটি সিনেমায় অভিনয় করছি। এটি পরিচালনা করছেন খিজির হায়াত খান। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা এটি।
* এখন কি তাহলে সিনেমায় নিয়মিত অভিনয় করবেন?
** আমি তো সিনেমায় নিয়মিত অভিনয় করতে চাই। অভিনয়ের প্রস্তাবও পাই। কিন্তু বেশিরভাগ গল্পই পছন্দ হয় না, তাই সচরাচর সিনেমায় অভিনয় করি না। গল্পটা গতানুগতিক হলে সেটির প্রতি দর্শকের কোনো আকর্ষণ থাকে না। এ ধরনের কাজে সময় নষ্ট হয় শুধু।
* ডিসেম্বরে আপনার অভিনীত ‘আগামীকাল’ নামের একটি সিনেমা মুক্তি পাচ্ছে। এটি নিয়ে আশাবাদ কী?
** এটির শুটিং করেছিলাম ২০১৯ সালে। সুন্দর একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। করোনাকাল হলেও এটির প্রতি দর্শকের আগ্রহ থাকবে ভালোই। সব মিলিয়ে এটির সফলতা নিয়ে আমি দারুণ আশাবাদী।
* ভারতের একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিন বছর আগে। সেটি মুক্তির কোনো তথ্য আছে?
** ‘ম্যাক্স কি গান’ নামের সিনেমাটির কাজ তখনই শেষ করেছিলাম। যতটুকু জানি করোনার কারণেই এটির মুক্তি বিলম্বিত হচ্ছে। এটিও আমার অভিনয় জীবনের উল্লেখ করার মতো একটি কাজ।
* নাটকে অভিনয়ের খবর কী?
** ‘সৎ মা’ নামের একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছি। এটি টিভিতে প্রচারও হচ্ছে। নাটকে অভিনয়ের ব্যস্ততা আগের থেকে বৃদ্ধি করেছি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে নিয়মিতই নাটকে অভিনয় করে যাব।