সম্মাননা পেলেন নার্গিস
মুক্তালয় নাট্যাঙ্গন নামে একটি নাটকের দল তাদের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে অভিনেত্রী নার্গিসকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে। সম্প্রতি নার্গিসের নিজ বাসায় গিয়ে ‘মুক্তালয় নাট্যাঙ্গন সম্মাননা ২০২১’ নামে সম্মাননা ক্রেস্ট অভিনেত্রীর হাতে তুলে দেন দলের প্রতিষ্ঠাতা মহাপরিচালক আমিনুল হক আমীন। মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে দলটি তাকে এ সম্মাননায় ভূষিত করে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে নার্গিস বলেন, ‘মায়া সিনেমায় অভিনয়ের জন্য রাষ্ট্র আমাকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। আমি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। এবার মুক্তালয় সম্মান দিল। তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অতি সাধারণ একজন মানুষ, সাধারণ একজন শিল্পী। তারপরও আমার কথা যে অনেকেই ভাবেন, এটাই আমার জন্য বিরাট সম্মানের।’ এদিকে সম্প্রতি এ অভিনেত্রী পান্থ প্রসাদের পরিচালনায় ‘সাবিত্রী’ নামে একটি সরকারি অনুদানের সিনেমার শুটিং শেষ করেছেন। এ সিনেমায় তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন।
এ প্রসঙ্গে নার্গিস বলেন, ‘এ সিনেমায় নিজেকে উজাড় করে দিয়ে অভিনয় করেছি। পরিচালকসহ পুরো ইউনিট আমার অভিনয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। আমি নিজেও কাজটি করে খুব উচ্ছ্বসিত। খুব আশাবাদী সিনেমাটি নিয়ে।’ প্রসঙ্গত, নার্গিস বিশিষ্ট অভিনেত্রী আনোয়ারার ছোট বোন। ১৯৭৩ সালে খান আতাউর রহমান প্রযোজিত ‘ঝড়ের পাখি’ সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। এরপর ‘অবদান’, ‘গুনাহগার’, ‘চম্পাচামেলী’, ‘ভাই আমার ভাই’, ‘আদালত’, ‘নোলক’, ‘ফকির মজনু শাহ’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘রং বেরং’, ‘মায়ার বাঁধন’, ‘সারেং বউ’, ‘স্মৃতি তুমি বেদনা’, ‘কলংকিনী’, ‘রামের সুমতি’, ‘সংঘর্ষ’, ‘পিঞ্জর’সহ আরও বহু সিনেমায় অভিনয় করেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সম্মাননা পেলেন নার্গিস
মুক্তালয় নাট্যাঙ্গন নামে একটি নাটকের দল তাদের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে অভিনেত্রী নার্গিসকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে। সম্প্রতি নার্গিসের নিজ বাসায় গিয়ে ‘মুক্তালয় নাট্যাঙ্গন সম্মাননা ২০২১’ নামে সম্মাননা ক্রেস্ট অভিনেত্রীর হাতে তুলে দেন দলের প্রতিষ্ঠাতা মহাপরিচালক আমিনুল হক আমীন। মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে দলটি তাকে এ সম্মাননায় ভূষিত করে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে নার্গিস বলেন, ‘মায়া সিনেমায় অভিনয়ের জন্য রাষ্ট্র আমাকে জাতীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। আমি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। এবার মুক্তালয় সম্মান দিল। তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অতি সাধারণ একজন মানুষ, সাধারণ একজন শিল্পী। তারপরও আমার কথা যে অনেকেই ভাবেন, এটাই আমার জন্য বিরাট সম্মানের।’ এদিকে সম্প্রতি এ অভিনেত্রী পান্থ প্রসাদের পরিচালনায় ‘সাবিত্রী’ নামে একটি সরকারি অনুদানের সিনেমার শুটিং শেষ করেছেন। এ সিনেমায় তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন।
এ প্রসঙ্গে নার্গিস বলেন, ‘এ সিনেমায় নিজেকে উজাড় করে দিয়ে অভিনয় করেছি। পরিচালকসহ পুরো ইউনিট আমার অভিনয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। আমি নিজেও কাজটি করে খুব উচ্ছ্বসিত। খুব আশাবাদী সিনেমাটি নিয়ে।’ প্রসঙ্গত, নার্গিস বিশিষ্ট অভিনেত্রী আনোয়ারার ছোট বোন। ১৯৭৩ সালে খান আতাউর রহমান প্রযোজিত ‘ঝড়ের পাখি’ সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। এরপর ‘অবদান’, ‘গুনাহগার’, ‘চম্পাচামেলী’, ‘ভাই আমার ভাই’, ‘আদালত’, ‘নোলক’, ‘ফকির মজনু শাহ’, ‘রাজকুমারী চন্দ্রভান’, ‘রং বেরং’, ‘মায়ার বাঁধন’, ‘সারেং বউ’, ‘স্মৃতি তুমি বেদনা’, ‘কলংকিনী’, ‘রামের সুমতি’, ‘সংঘর্ষ’, ‘পিঞ্জর’সহ আরও বহু সিনেমায় অভিনয় করেন তিনি।