হ্যালো...
নিয়মিত প্রযোজনার পরিকল্পনা নেই
এ সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এখন অভিনয়ে নিয়মিত। নিয়মিত একখণ্ডের নাটকে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছেন। পরিচালনায় আসার বিষয়টিও বিবেচনায় আছে বলে জানিয়েছেন। এসব নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** অভিনয় নিয়েই আমি সব সময় ব্যস্ত থাকি। গত কুরবানির ঈদের পর অনেকদিনই শুটিং করিনি। কারণ তার আগে বিরতিহীন কাজ করতে গিয়ে ক্লান্তি এসেছিল। সে জন্যই তখন বিরতি নিয়েছিলাম।
* এখন যেসব নাটকে অভিনয় করছেন। এগুলো কি বিশেষ কোনো উপলক্ষ্যে নির্মিত হচ্ছে?
** আমি যেসব নাটকে অভিনয় করি, তার সবই ভালো গল্পের। নির্মাতারাও গুণী। তাই এগুলো যে কোনো বিশেষ দিবসেই প্রচার উপযোগী। তাই গল্প নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। এখন যেসব নাটকে অভিনয় করছি, সব সময়ের মতো এগুলোও দর্শকের মনোযোগ আকর্ষণ করবে।
* বিজয়ের মাস চলছে। এ আবহের গল্পের নাটকে কি অভিনয় করেছেন?
** শিহাব শাহীনের পরিচালনায় মুক্তিযুদ্ধের গল্পের একটি নাটকে এবার অভিনয় করেছি। বিজয় দিবসে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে এটি। এতে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।
* সম্প্রতি প্রযোজনা সংস্থা চালু করলেন। এখান থেকে কি নিয়মিত নাটক নির্মিত হবে?
** এখনই নিয়মিত প্রযোজনা করার পরিকল্পনা নেই। পরীক্ষামূলকভাবে একটি নাটক নির্মাণ করেছি। প্রযোজনার কাজটির অদ্যোপান্ত বুঝেই তবে কাজটি নিয়মিত করার ইচ্ছা আছে। তবে এ নিয়ে আমার নিজস্ব চিন্তা আছে। আপাতত নাটকেই সীমাবদ্ধ থাকতে চাই।
* অভিনয় এবং প্রযোজনার পাশাপাশি নাট্য রচনায়ও অভিজ্ঞতা আছে আপনার। এবার পরিচালনায় আসার বিষয়ে কিছু ভেবেছেন?
** পরিচালনা নিয়েও আমার পরিকল্পনা আছে। অনেক আগে একটি নাটক পরিচালনা করেছিলাম। তবে এখন সময় বদলেছে। গল্প এবং দর্শকের রুচিতেও নতুনত্ব এসেছে। যদি নতুন কিছু পরিচালনা করি, তাহলে এসব বিষয়কে গুরুত্ব দিয়েই করব।
* আপনি নিজস্ব গণ্ডির বাইরের পরিচালকের সঙ্গে কাজ করেন না। এমন কথা চাউর আছে...
** বিষয়টি আসলে সঠিক নয়। আমি সবার নাটকেই অভিনয় করি। তবে একবারেই নতুন পরিচালকের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তো কিছু সমস্যা আছেই। আমি যাদের সঙ্গে কাজ করছি তারাও তো এক সময় নতুন ছিলেন। তবে একঝাঁক নবীন পরিচালকের সঙ্গে নিয়মিত অভিনয় করছি।
* আমেরিকায় নাগরিকত্ব নিচ্ছেন-সম্প্রতি এমন গুঞ্জন তৈরি হয়েছে। এ নিয়ে আপনার পরিকল্পনা কী?
** বিষয়টি একবারেই ঠিক নয়। এসব পুরোপুরি মুখরোচক খবর। আমি এ ধরনের চিন্তাও করছি না এবং এ নিয়ে আমার কোনো আগ্রহও নেই। দেশকে আমি অনেক ভালোবাসি। দর্শকের যে ভালোবাসা পাচ্ছি, তার প্রতি সম্মান জানিয়ে আমি দেশেই থাকব আজীবন।
নিয়মিত প্রযোজনার পরিকল্পনা নেই
হ্যালো...
সোহেল আহসান
০৮ ডিসেম্বর ২০২১, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
এ সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এখন অভিনয়ে নিয়মিত। নিয়মিত একখণ্ডের নাটকে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছেন। পরিচালনায় আসার বিষয়টিও বিবেচনায় আছে বলে জানিয়েছেন। এসব নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** অভিনয় নিয়েই আমি সব সময় ব্যস্ত থাকি। গত কুরবানির ঈদের পর অনেকদিনই শুটিং করিনি। কারণ তার আগে বিরতিহীন কাজ করতে গিয়ে ক্লান্তি এসেছিল। সে জন্যই তখন বিরতি নিয়েছিলাম।
* এখন যেসব নাটকে অভিনয় করছেন। এগুলো কি বিশেষ কোনো উপলক্ষ্যে নির্মিত হচ্ছে?
** আমি যেসব নাটকে অভিনয় করি, তার সবই ভালো গল্পের। নির্মাতারাও গুণী। তাই এগুলো যে কোনো বিশেষ দিবসেই প্রচার উপযোগী। তাই গল্প নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। এখন যেসব নাটকে অভিনয় করছি, সব সময়ের মতো এগুলোও দর্শকের মনোযোগ আকর্ষণ করবে।
* বিজয়ের মাস চলছে। এ আবহের গল্পের নাটকে কি অভিনয় করেছেন?
** শিহাব শাহীনের পরিচালনায় মুক্তিযুদ্ধের গল্পের একটি নাটকে এবার অভিনয় করেছি। বিজয় দিবসে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে এটি। এতে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।
* সম্প্রতি প্রযোজনা সংস্থা চালু করলেন। এখান থেকে কি নিয়মিত নাটক নির্মিত হবে?
** এখনই নিয়মিত প্রযোজনা করার পরিকল্পনা নেই। পরীক্ষামূলকভাবে একটি নাটক নির্মাণ করেছি। প্রযোজনার কাজটির অদ্যোপান্ত বুঝেই তবে কাজটি নিয়মিত করার ইচ্ছা আছে। তবে এ নিয়ে আমার নিজস্ব চিন্তা আছে। আপাতত নাটকেই সীমাবদ্ধ থাকতে চাই।
* অভিনয় এবং প্রযোজনার পাশাপাশি নাট্য রচনায়ও অভিজ্ঞতা আছে আপনার। এবার পরিচালনায় আসার বিষয়ে কিছু ভেবেছেন?
** পরিচালনা নিয়েও আমার পরিকল্পনা আছে। অনেক আগে একটি নাটক পরিচালনা করেছিলাম। তবে এখন সময় বদলেছে। গল্প এবং দর্শকের রুচিতেও নতুনত্ব এসেছে। যদি নতুন কিছু পরিচালনা করি, তাহলে এসব বিষয়কে গুরুত্ব দিয়েই করব।
* আপনি নিজস্ব গণ্ডির বাইরের পরিচালকের সঙ্গে কাজ করেন না। এমন কথা চাউর আছে...
** বিষয়টি আসলে সঠিক নয়। আমি সবার নাটকেই অভিনয় করি। তবে একবারেই নতুন পরিচালকের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তো কিছু সমস্যা আছেই। আমি যাদের সঙ্গে কাজ করছি তারাও তো এক সময় নতুন ছিলেন। তবে একঝাঁক নবীন পরিচালকের সঙ্গে নিয়মিত অভিনয় করছি।
* আমেরিকায় নাগরিকত্ব নিচ্ছেন-সম্প্রতি এমন গুঞ্জন তৈরি হয়েছে। এ নিয়ে আপনার পরিকল্পনা কী?
** বিষয়টি একবারেই ঠিক নয়। এসব পুরোপুরি মুখরোচক খবর। আমি এ ধরনের চিন্তাও করছি না এবং এ নিয়ে আমার কোনো আগ্রহও নেই। দেশকে আমি অনেক ভালোবাসি। দর্শকের যে ভালোবাসা পাচ্ছি, তার প্রতি সম্মান জানিয়ে আমি দেশেই থাকব আজীবন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023