সৈয়দ আবদুল হাদীর পাঁচ গান
কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদীর কণ্ঠে নতুন গান প্রকাশ হবে শিগ্গির। এ পর্যায়ে পাঁচটি গান প্রকাশ হবে বলে জানিয়েছেন এ শিল্পী। সবকটি গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। সুর করেছেন শিল্পী নিজেই। এরই মধ্যে চারটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আজম বাবুর তত্ত্বাবধানে গানগুলো চ্যানেল আইয়ের অর্থায়নে তৈরি হচ্ছে।
এসব গান প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘প্রজেক্টটি অনেক আগের। কিন্তু করোনাজনিত কারণে কাজ করতে বিলম্ব হয়েছে। আমি নিজেই অনেকদিন ঘরের বাইরে বের হইনি। তবে এখন করোনা পরিস্থিতি ভালো থাকায় কাজ চলছে দ্রুত। আশা করছি অল্প সময়ের মধ্যেই এগুলো প্রকাশ হবে।’ এদিকে আমেরিকায় অবকাশ কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন এ সংগীতশিল্পী। চলতি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্টেজ অনুষ্ঠানে গান গাইতে দেখা গেছে তাকে। তবে শারীরিক অসুস্থতার কারণে আপাতত অন্য কোনো অনুষ্ঠানে গাইছেন না সৈয়দ আবদুল হাদী। অন্যদিকে আগামী একুশের গ্রন্থমেলায় প্রকাশ হচ্ছে তার জীবনীগ্রন্থ। এটির কাজও এখন শেষ পর্যায়ে আছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সৈয়দ আবদুল হাদীর পাঁচ গান
কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদীর কণ্ঠে নতুন গান প্রকাশ হবে শিগ্গির। এ পর্যায়ে পাঁচটি গান প্রকাশ হবে বলে জানিয়েছেন এ শিল্পী। সবকটি গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। সুর করেছেন শিল্পী নিজেই। এরই মধ্যে চারটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আজম বাবুর তত্ত্বাবধানে গানগুলো চ্যানেল আইয়ের অর্থায়নে তৈরি হচ্ছে।
এসব গান প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘প্রজেক্টটি অনেক আগের। কিন্তু করোনাজনিত কারণে কাজ করতে বিলম্ব হয়েছে। আমি নিজেই অনেকদিন ঘরের বাইরে বের হইনি। তবে এখন করোনা পরিস্থিতি ভালো থাকায় কাজ চলছে দ্রুত। আশা করছি অল্প সময়ের মধ্যেই এগুলো প্রকাশ হবে।’ এদিকে আমেরিকায় অবকাশ কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন এ সংগীতশিল্পী। চলতি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্টেজ অনুষ্ঠানে গান গাইতে দেখা গেছে তাকে। তবে শারীরিক অসুস্থতার কারণে আপাতত অন্য কোনো অনুষ্ঠানে গাইছেন না সৈয়দ আবদুল হাদী। অন্যদিকে আগামী একুশের গ্রন্থমেলায় প্রকাশ হচ্ছে তার জীবনীগ্রন্থ। এটির কাজও এখন শেষ পর্যায়ে আছে।