একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি
করোনাপরবর্তী নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন জাকিয়া বারী মম। ঢালিউডের পাশাপাশি বলিউডেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। সম্প্রতি কাজ করছেন নতুন সিনেমায়। নাটকের কাজও হাতে আছে এ অভিনেত্রীর। অভিনয় এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** আগের থেকে অভিনয়ের ব্যস্ততা একটু বৃদ্ধি করেছি। পাশাপাশি সামাজিক বিভিন্ন আয়োজনেও হাজির হচ্ছি।
* করোনার কারণেই কি অভিনয়ে ব্যস্ততা কমেছিল?
** অনেকটা তাই। করোনার প্রথম লকডাউন থেকে শুরু হয়েছিল আমার নিভৃত বাস। মাঝে মধ্যে বিশেষ অনুরোধে স্বাস্থ্যবিধি মেনে হাতেগোনা কয়েকটি কাজ করেছিলাম করোনাকালে। তবে বড় পরিসরের কাজ ছিল তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। এরপর আর কোনো বড় আয়োজনের কাজ করিনি।
* এখন যে সিনেমার কাজ করছেন, এটি কেমন লাগছে?
** খিজির হায়াত খানের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমার নাম ‘ওরা সাতজন’। আমি যে ধরনের গল্প ও চরিত্রে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি, এটি ঠিক সে রকমই একটি কাজ। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।
* আপনার অভিনীত ‘আগামীকাল’ নামের যে সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে। এটি নিয়ে প্রত্যাশা কী?
** এটি অঞ্জন আইচ পরিচালিত প্রথম সিনেমা। তার নাটকে আগে অভিনয় করেছি। কাজ করতে গিয়ে তাই বেগ পেতে হয়নি। বেশ যত্ন করেই এটি নির্মাণ করেছেন পরিচালক। এতে আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি করোনাকালেও এটি দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে আসবে।
* তিন বছর আগে বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেটির খবর কী?
** ‘ম্যাক্স কি গান’ নামের সিনেমাটির শুটিং করেছিলাম এক সিডিউলেই। কিন্তু কাজ করার পর যখন মুক্তির কথা শুনতে পাচ্ছিলাম তখনই করোনাভাইরাসের আগমন ঘটে বাংলাদেশ, ভারতসহ আশপাশের সব দেশে। এখনো এটির মুক্তির তারিখ জানানো হয়নি আমাকে।
* নাটকে কি এখনো আগের মতোই কাজ করছেন?
** না। আমার অভিনীত একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে এনটিভিতে। আপাতত এই একটি ধারাবাহিক নাটকেই অভিনয় করছি। মাঝে মধ্যে বিভিন্ন উৎসব আয়োজনের জন্য নির্মিত একখণ্ডের নাটকে অভিনয় করছি। সামনে ভালোবাসা দিবসের নাটকে অভিনয়ের কথা চলছে। এরপর হয়তো ঈদের কিছু নাটকে অভিনয় করব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হ্যালো...
একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি
করোনাপরবর্তী নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন জাকিয়া বারী মম। ঢালিউডের পাশাপাশি বলিউডেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। সম্প্রতি কাজ করছেন নতুন সিনেমায়। নাটকের কাজও হাতে আছে এ অভিনেত্রীর। অভিনয় এবং সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** আগের থেকে অভিনয়ের ব্যস্ততা একটু বৃদ্ধি করেছি। পাশাপাশি সামাজিক বিভিন্ন আয়োজনেও হাজির হচ্ছি।
* করোনার কারণেই কি অভিনয়ে ব্যস্ততা কমেছিল?
** অনেকটা তাই। করোনার প্রথম লকডাউন থেকে শুরু হয়েছিল আমার নিভৃত বাস। মাঝে মধ্যে বিশেষ অনুরোধে স্বাস্থ্যবিধি মেনে হাতেগোনা কয়েকটি কাজ করেছিলাম করোনাকালে। তবে বড় পরিসরের কাজ ছিল তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। এরপর আর কোনো বড় আয়োজনের কাজ করিনি।
* এখন যে সিনেমার কাজ করছেন, এটি কেমন লাগছে?
** খিজির হায়াত খানের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমার নাম ‘ওরা সাতজন’। আমি যে ধরনের গল্প ও চরিত্রে অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি, এটি ঠিক সে রকমই একটি কাজ। আশা করছি সিনেমাটি দর্শকের ভালো লাগবে।
* আপনার অভিনীত ‘আগামীকাল’ নামের যে সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে। এটি নিয়ে প্রত্যাশা কী?
** এটি অঞ্জন আইচ পরিচালিত প্রথম সিনেমা। তার নাটকে আগে অভিনয় করেছি। কাজ করতে গিয়ে তাই বেগ পেতে হয়নি। বেশ যত্ন করেই এটি নির্মাণ করেছেন পরিচালক। এতে আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি করোনাকালেও এটি দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে আসবে।
* তিন বছর আগে বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। সেটির খবর কী?
** ‘ম্যাক্স কি গান’ নামের সিনেমাটির শুটিং করেছিলাম এক সিডিউলেই। কিন্তু কাজ করার পর যখন মুক্তির কথা শুনতে পাচ্ছিলাম তখনই করোনাভাইরাসের আগমন ঘটে বাংলাদেশ, ভারতসহ আশপাশের সব দেশে। এখনো এটির মুক্তির তারিখ জানানো হয়নি আমাকে।
* নাটকে কি এখনো আগের মতোই কাজ করছেন?
** না। আমার অভিনীত একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে এনটিভিতে। আপাতত এই একটি ধারাবাহিক নাটকেই অভিনয় করছি। মাঝে মধ্যে বিভিন্ন উৎসব আয়োজনের জন্য নির্মিত একখণ্ডের নাটকে অভিনয় করছি। সামনে ভালোবাসা দিবসের নাটকে অভিনয়ের কথা চলছে। এরপর হয়তো ঈদের কিছু নাটকে অভিনয় করব।