ভালোবাসা দিবসে আসছে কুমার বিশ্বজিতের ‘মেঘদূত’
আনন্দনগর প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ভক্ত-শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। গানের শিরোনাম ‘মেঘদূত’। এটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব। ভিডিও নির্মাণ করছেন কামরুল হাসান ইমরান। কিছু অংশের শুটিং হয়েছে আমেরিকায়। বাকি অংশের শুটিং গতকাল দিনব্যাপী রাজধানীর উত্তরার একটি লোকেশনে করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এ গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
নতুন এ গানটি করেছি বেশ কিছুদিন আগে। কিন্তু করোনার কারণে মিউজিক ভিডিওর শুটিং করা হয়ে ওঠেনি। ভালোবাসা দিবস সামনে রেখেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সবারই ভালো লাগবে।’ এদিকে শিগ্গির প্রকাশ পাবে কুমার বিশ্বজিতের আত্মজীবনীমূলক একটি বই। এ বইতে তার জীবনের শৈশব, কৈশোর, চট্টগ্রাম শহর, গানের প্রতি ভালোবাসা, সাফল্য ও চার দশকের সংগীত জীবন উঠে আসবে বলে জানিয়েছেন তিনি। বইটি লিখছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। সম্প্রতি এর পাণ্ডুলিপি হাতে পেয়েছেন কুমার বিশ্বজিৎ। শিগ্গির আনুষ্ঠানিকভাবে বইটির নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভালোবাসা দিবসে আসছে কুমার বিশ্বজিতের ‘মেঘদূত’
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ভক্ত-শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। গানের শিরোনাম ‘মেঘদূত’। এটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ রাজীব। ভিডিও নির্মাণ করছেন কামরুল হাসান ইমরান। কিছু অংশের শুটিং হয়েছে আমেরিকায়। বাকি অংশের শুটিং গতকাল দিনব্যাপী রাজধানীর উত্তরার একটি লোকেশনে করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এ গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
নতুন এ গানটি করেছি বেশ কিছুদিন আগে। কিন্তু করোনার কারণে মিউজিক ভিডিওর শুটিং করা হয়ে ওঠেনি। ভালোবাসা দিবস সামনে রেখেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি সবারই ভালো লাগবে।’ এদিকে শিগ্গির প্রকাশ পাবে কুমার বিশ্বজিতের আত্মজীবনীমূলক একটি বই। এ বইতে তার জীবনের শৈশব, কৈশোর, চট্টগ্রাম শহর, গানের প্রতি ভালোবাসা, সাফল্য ও চার দশকের সংগীত জীবন উঠে আসবে বলে জানিয়েছেন তিনি। বইটি লিখছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। সম্প্রতি এর পাণ্ডুলিপি হাতে পেয়েছেন কুমার বিশ্বজিৎ। শিগ্গির আনুষ্ঠানিকভাবে বইটির নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।