করোনায়ও কাজে অমিতাভ বচ্চন সমর্থন দিলেন সৌরভ গাঙ্গুলি
আনন্দনগর ডেস্ক
২১ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বয়স ৭৮ পার হয়ে গেছে। তবু যেন টগবগে যুবকের মতো কাজ করেন বলিউড বিগ বি অমিবাভ বচ্চন। বয়স যে শুধুই একটা সংখ্যা মাত্র সে কথা তো হামেশাই প্রমাণ করে দেন তিনি। সেটা আবারও দেখালেন এই করোনাকালে। কোভিডের তৃতীয় ঢেউ ওমিক্রনের প্রকোপ যখন বাড়ছে ভারতজুড়ে, বিশেষ করে মুম্বাইয়ে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফেও বাড়িতে বসে থাকতে রাজি নন অমিতাভ। বয়সের তোয়াক্কা না করেই কাজে বেরিয়ে পড়েছেন অমিতাভ। আর সেটাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। টুইটারে একটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন, ‘ঠিক, আপনারা একদম ঠিক। মুম্বাই মোটেই ফগ (কুয়াশা) সিটি নয়। মুম্বাই একদম ঝলমলে। শুধু শূন্যতা দূর করতে আমাদের সবাইকে আলোকিত করুন এই কোভিডের হাত থেকে। আপনারা জানেন আমি কী বলতে চাইছি।’ অমিতাভের এই ছবির নিচে অনেকেই মন্তব্য করেছেন। বাদ যাননি ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলিও। তিনি মন্তব্য করেছেন, ‘বস ইজ আউট, বয়স শুধুই একটা সংখ্যা মাত্র’। পালটা জবাবও দিয়েছেন বিগ বি। সৌরভের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আরে বেরোতে তো হবেই, বড্ড বেশি সময় অসলভাবে কাটালাম।’ তবে অমিতাভের বাড়ি থেকে বের হওয়া এবং সৌরভের সমর্থন-দুটোর প্রতি নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই। তারা বলেছেন, বয়সের হিসাবটা অমিতাভকে ঠিকই করা উচিত। কারণ তাকে অনুসরণ করেন অসংখ্য মানুষ। সৌরভের সমর্থনের সমালোচনাও করেছেন তারা। উল্লেখ্য, অমিতাভকে সর্বশেষ দেখা গেছে ‘চেহরে’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ নামে একটি সিনেমা। এ ছাড়াও ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেক, ‘উঁচাই’, ‘রানওয়ে ৩৪’, ‘গুডবাই’ নামের কয়েকটি সিনেমার শুটিং করছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায়ও কাজে অমিতাভ বচ্চন সমর্থন দিলেন সৌরভ গাঙ্গুলি
বয়স ৭৮ পার হয়ে গেছে। তবু যেন টগবগে যুবকের মতো কাজ করেন বলিউড বিগ বি অমিবাভ বচ্চন। বয়স যে শুধুই একটা সংখ্যা মাত্র সে কথা তো হামেশাই প্রমাণ করে দেন তিনি। সেটা আবারও দেখালেন এই করোনাকালে। কোভিডের তৃতীয় ঢেউ ওমিক্রনের প্রকোপ যখন বাড়ছে ভারতজুড়ে, বিশেষ করে মুম্বাইয়ে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফেও বাড়িতে বসে থাকতে রাজি নন অমিতাভ। বয়সের তোয়াক্কা না করেই কাজে বেরিয়ে পড়েছেন অমিতাভ। আর সেটাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। টুইটারে একটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন, ‘ঠিক, আপনারা একদম ঠিক। মুম্বাই মোটেই ফগ (কুয়াশা) সিটি নয়। মুম্বাই একদম ঝলমলে। শুধু শূন্যতা দূর করতে আমাদের সবাইকে আলোকিত করুন এই কোভিডের হাত থেকে। আপনারা জানেন আমি কী বলতে চাইছি।’ অমিতাভের এই ছবির নিচে অনেকেই মন্তব্য করেছেন। বাদ যাননি ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলিও। তিনি মন্তব্য করেছেন, ‘বস ইজ আউট, বয়স শুধুই একটা সংখ্যা মাত্র’। পালটা জবাবও দিয়েছেন বিগ বি। সৌরভের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আরে বেরোতে তো হবেই, বড্ড বেশি সময় অসলভাবে কাটালাম।’ তবে অমিতাভের বাড়ি থেকে বের হওয়া এবং সৌরভের সমর্থন-দুটোর প্রতি নেতিবাচক মন্তব্য করেছেন অনেকেই। তারা বলেছেন, বয়সের হিসাবটা অমিতাভকে ঠিকই করা উচিত। কারণ তাকে অনুসরণ করেন অসংখ্য মানুষ। সৌরভের সমর্থনের সমালোচনাও করেছেন তারা। উল্লেখ্য, অমিতাভকে সর্বশেষ দেখা গেছে ‘চেহরে’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ নামে একটি সিনেমা। এ ছাড়াও ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেক, ‘উঁচাই’, ‘রানওয়ে ৩৪’, ‘গুডবাই’ নামের কয়েকটি সিনেমার শুটিং করছেন তিনি।