ফের করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পূর্ণিমা
আনন্দনগর প্রতিবেদক
২৩ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গতকাল ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এ নায়িকা। তিনি লিখেছেন, ‘কোভিড পজিটিভ’।
খোঁজ নিয়ে জানা যায়, গত সপ্তাহে উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করান তিনি। গতকাল রিপোর্ট পেয়ে দেখেন করোনা পজিটিভ। এবার কিছু উপসর্গ থাকলেও শারীরিকভাবে এখনো জটিল কোনো সমস্যায় পড়তে হয়নি। আপাতত তিনি রাজধানীর নিজ বাসায় বিশ্রামে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।’
এর আগে গত বছরও করোনায় আক্রান্ত হন এ নায়িকা। তার অভিনীত ‘গাঙচিল’ নামে একটি সিনেমার শুটিং চলাকালীন জানতে পারেন তিনি কোভিড পজিটিভ। পরে সিনেমার শুটিং পিছিয়ে দেন পরিচালক। সুস্থ হয়ে আবারও সেই সিনেমার শুটিংয়ে যোগ দেন পূর্ণিমা। করোনা থেকে সুরক্ষা পেতে দুই ডোজ টিকাও নিয়েছিলেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফের করোনায় আক্রান্ত চিত্রনায়িকা পূর্ণিমা
আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গতকাল ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এ নায়িকা। তিনি লিখেছেন, ‘কোভিড পজিটিভ’।
খোঁজ নিয়ে জানা যায়, গত সপ্তাহে উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করান তিনি। গতকাল রিপোর্ট পেয়ে দেখেন করোনা পজিটিভ। এবার কিছু উপসর্গ থাকলেও শারীরিকভাবে এখনো জটিল কোনো সমস্যায় পড়তে হয়নি। আপাতত তিনি রাজধানীর নিজ বাসায় বিশ্রামে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।’
এর আগে গত বছরও করোনায় আক্রান্ত হন এ নায়িকা। তার অভিনীত ‘গাঙচিল’ নামে একটি সিনেমার শুটিং চলাকালীন জানতে পারেন তিনি কোভিড পজিটিভ। পরে সিনেমার শুটিং পিছিয়ে দেন পরিচালক। সুস্থ হয়ে আবারও সেই সিনেমার শুটিংয়ে যোগ দেন পূর্ণিমা। করোনা থেকে সুরক্ষা পেতে দুই ডোজ টিকাও নিয়েছিলেন তিনি।