প্রকাশের অপেক্ষায় পুতুলের কাব্যগ্রন্থ
আনন্দনগর প্রতিবেদক
২৪ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংগীতশিল্পী হিসাবেই পরিচিত ও জনপ্রিয় সাজিয়া সুলতানা পুতুল। তবে গীতিকার, সুরকার হিসাবেও কাজের অভিজ্ঞতা আছে তার। এ সবের পাশাপাশি লেখক হিসাবেও তিনি সমান পরিচিত। গত কয়েক বছর ধরে গ্রন্থমেলায় তার রচিত কবিতা, গল্প ও উপন্যাস প্রকাশ হচ্ছে। সেই ধারাবাহিকতায় আসন্ন একুশের গ্রন্থমেলায় প্রকাশের জন্য তিনি প্রস্তুত করেছেন নতুন কাব্যগ্রন্থ। এর নাম ‘মেঘ ছুঁতে ছুঁতে পাহাড় বেয়ে উঠতে থাকি আমরা খসে পড়ব বলে’। এই গ্রন্থে ৪০টি কবিতা স্থান পেয়েছে। এ প্রসঙ্গে পুতুল বলেন, ‘গান এবং লেখালেখি, এ দুটি কাজই আমি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। সমান্তরালে চলতে থাকা কাজ দুটির জন্য মানুষের কাছ থেকে পাচ্ছি দারুণ উৎসাহ। এভাবেই সামনের সময়গুলোতেও সক্রিয় থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামীর পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি।’ এদিকে ‘পুতুল গান’ নামের একটি গানের প্রজেক্ট নিয়েও কাজ করছেন পুতুল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রকাশের অপেক্ষায় পুতুলের কাব্যগ্রন্থ
সংগীতশিল্পী হিসাবেই পরিচিত ও জনপ্রিয় সাজিয়া সুলতানা পুতুল। তবে গীতিকার, সুরকার হিসাবেও কাজের অভিজ্ঞতা আছে তার। এ সবের পাশাপাশি লেখক হিসাবেও তিনি সমান পরিচিত। গত কয়েক বছর ধরে গ্রন্থমেলায় তার রচিত কবিতা, গল্প ও উপন্যাস প্রকাশ হচ্ছে। সেই ধারাবাহিকতায় আসন্ন একুশের গ্রন্থমেলায় প্রকাশের জন্য তিনি প্রস্তুত করেছেন নতুন কাব্যগ্রন্থ। এর নাম ‘মেঘ ছুঁতে ছুঁতে পাহাড় বেয়ে উঠতে থাকি আমরা খসে পড়ব বলে’। এই গ্রন্থে ৪০টি কবিতা স্থান পেয়েছে। এ প্রসঙ্গে পুতুল বলেন, ‘গান এবং লেখালেখি, এ দুটি কাজই আমি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। সমান্তরালে চলতে থাকা কাজ দুটির জন্য মানুষের কাছ থেকে পাচ্ছি দারুণ উৎসাহ। এভাবেই সামনের সময়গুলোতেও সক্রিয় থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামীর পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি।’ এদিকে ‘পুতুল গান’ নামের একটি গানের প্রজেক্ট নিয়েও কাজ করছেন পুতুল।