করোনায় আক্রান্ত শাবনাজ
দোয়া চাইলেন নাঈম
আনন্দনগর প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজ। শরীরে উপসর্গ থাকায় পরীক্ষা করলে কোভিড-১৯-এ আক্রান্ত ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বামী চিত্রনায়ক নাঈম।
তিনি যুগান্তরকে কলেন, ‘শাবনাজ করোনাভাইরাসে আক্রান্ত হলেও শারীরিক অবস্থা তেমন গুরুতর নয়। জ্বর ছিল শরীরে। সঙ্গে হালকা কাশি থাকায় পরীক্ষা করালে করোনা পজিটিভ আসে। এখন বাসাতেই আছে। সবার থেকে আলাদা। বাসায় থেকেই তার চিকিৎসা চলছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
তিনি আরও বলেন, ‘করোনা এখন খুব দ্রুত ছড়াচ্ছে। তাই সবাই মাস্ক পরবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। করোনা নিয়ে হেলাফেলা করা যাবে না।’
উল্লেখ্য, ১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমা দিয়ে জুটি হিসাবে আত্মপ্রকাশ করেন নাঈম ও শাবনাজ। একসঙ্গে কাজ করতে গিয়েই তারা প্রেমে পড়েন এবং পরবর্তীতে সেই সম্পর্ককে বিয়েতে রূপ দেন। তাদের সংসারে দুই কন্যাসন্তান রয়েছে। বর্তমানে এ তারকা দম্পতি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত নন। বছরের বেশিরভাগ সময় তারা নাঈমের পৈতৃক আবাস টাঙ্গাইলে সময় কাটান। সেখানে তাদের খামারবাড়িও রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় আক্রান্ত শাবনাজ
দোয়া চাইলেন নাঈম
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজ। শরীরে উপসর্গ থাকায় পরীক্ষা করলে কোভিড-১৯-এ আক্রান্ত ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বামী চিত্রনায়ক নাঈম।
তিনি যুগান্তরকে কলেন, ‘শাবনাজ করোনাভাইরাসে আক্রান্ত হলেও শারীরিক অবস্থা তেমন গুরুতর নয়। জ্বর ছিল শরীরে। সঙ্গে হালকা কাশি থাকায় পরীক্ষা করালে করোনা পজিটিভ আসে। এখন বাসাতেই আছে। সবার থেকে আলাদা। বাসায় থেকেই তার চিকিৎসা চলছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
তিনি আরও বলেন, ‘করোনা এখন খুব দ্রুত ছড়াচ্ছে। তাই সবাই মাস্ক পরবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। করোনা নিয়ে হেলাফেলা করা যাবে না।’
উল্লেখ্য, ১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমা দিয়ে জুটি হিসাবে আত্মপ্রকাশ করেন নাঈম ও শাবনাজ। একসঙ্গে কাজ করতে গিয়েই তারা প্রেমে পড়েন এবং পরবর্তীতে সেই সম্পর্ককে বিয়েতে রূপ দেন। তাদের সংসারে দুই কন্যাসন্তান রয়েছে। বর্তমানে এ তারকা দম্পতি অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত নন। বছরের বেশিরভাগ সময় তারা নাঈমের পৈতৃক আবাস টাঙ্গাইলে সময় কাটান। সেখানে তাদের খামারবাড়িও রয়েছে।