নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী স্মরণ সাহা
আনন্দনগর প্রতিবেদক
২৫ জানুয়ারি ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটক, চলচ্চিত্র ও মঞ্চের নিয়মিত অভিনেতা স্মরণ সাহা। এবারের অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। জয়ের ব্যাপারেও আশাবাদী এ অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংগঠনের সদস্যদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাকে যেন তারা ভোট দিয়ে নির্বাচিত করেন। শিল্পীদের কল্যাণেই কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।’
এদিকে কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় সাব-জেলার চরিত্রে অভিনয় করেছেন স্মরণ সাহা। এ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা থেকেই তার নির্দেশনায় মঞ্চায়িত হয়েছে নাটকের দল জাগরণী থিয়েটার প্রযোজিত আব্দুল হালিম আজিজ রচিত নাটক ‘জনকের মৃত্যু নেই’।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী স্মরণ সাহা
নাটক, চলচ্চিত্র ও মঞ্চের নিয়মিত অভিনেতা স্মরণ সাহা। এবারের অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। জয়ের ব্যাপারেও আশাবাদী এ অভিনেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংগঠনের সদস্যদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাকে যেন তারা ভোট দিয়ে নির্বাচিত করেন। শিল্পীদের কল্যাণেই কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।’
এদিকে কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় সাব-জেলার চরিত্রে অভিনয় করেছেন স্মরণ সাহা। এ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা থেকেই তার নির্দেশনায় মঞ্চায়িত হয়েছে নাটকের দল জাগরণী থিয়েটার প্রযোজিত আব্দুল হালিম আজিজ রচিত নাটক ‘জনকের মৃত্যু নেই’।