সুজেয় শ্যামের সুরে নতুন দুই গান
কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার, সংগীত পরিচালক সুজেয় শ্যাম সম্প্রতি নতুন দুটি গানের সুর করেছেন। গান দুটি লিখেছেন পান্না লাল দত্ত। একটি গান গেয়েছেন মনোময় ভট্টাচার্য্য ও আরেকটি গেয়েছেন নচিকেতা চক্রবর্ত্তী। এরই মধ্যে গানগুলোর রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন সুজেয় শ্যাম।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুটি গানের কথা খুব চমৎকার। জীবনে বহু গানের সুর করেছি। কেন জানি এ দুটি গানের সুর আমার নিজের হৃদয়ের গভীরে গেঁথে আছে। মনোময় এবং নচিকেতা গেয়েছেনও চমৎকার। একজন সুরকার বা সংগীত পরিচালক হিসাবে তাদের গায়কীতে আমি মুগ্ধ, অভিভূত।’ প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা উল্লেখযোগ্য গান হলো-বিজয় নিশান উড়ছে ওই, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, আজ রণ সাজে বাজিয়ে বিষাণ, মুক্তির একই পথ সংগ্রাম, ওরে আয়রে তোরা শোন, আয়রে চাষি মজুর কুলি, রক্ত চাই, রক্ত চাই, আহা ধন্য আমার ইত্যাদি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুজেয় শ্যামের সুরে নতুন দুই গান
কিংবদন্তি সংগীত ব্যক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার, সংগীত পরিচালক সুজেয় শ্যাম সম্প্রতি নতুন দুটি গানের সুর করেছেন। গান দুটি লিখেছেন পান্না লাল দত্ত। একটি গান গেয়েছেন মনোময় ভট্টাচার্য্য ও আরেকটি গেয়েছেন নচিকেতা চক্রবর্ত্তী। এরই মধ্যে গানগুলোর রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন সুজেয় শ্যাম।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুটি গানের কথা খুব চমৎকার। জীবনে বহু গানের সুর করেছি। কেন জানি এ দুটি গানের সুর আমার নিজের হৃদয়ের গভীরে গেঁথে আছে। মনোময় এবং নচিকেতা গেয়েছেনও চমৎকার। একজন সুরকার বা সংগীত পরিচালক হিসাবে তাদের গায়কীতে আমি মুগ্ধ, অভিভূত।’ প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা উল্লেখযোগ্য গান হলো-বিজয় নিশান উড়ছে ওই, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, আজ রণ সাজে বাজিয়ে বিষাণ, মুক্তির একই পথ সংগ্রাম, ওরে আয়রে তোরা শোন, আয়রে চাষি মজুর কুলি, রক্ত চাই, রক্ত চাই, আহা ধন্য আমার ইত্যাদি।