ব্যাচেলর পয়েন্টে উজ্জীবিত ফারিয়া শাহরিন
সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় আসা ফারিয়া শাহরিন এক সময় অভিনেত্রী হিসাবে বেশ ব্যস্ত ছিলেন। অভিনয় এবং মডেলিং-দুই মাধ্যমেই নিয়মিত কাজ করে দর্শকের ভালোবাসা অর্জন করেন। তবে ব্যস্ততার শিখরে থাকাবস্থায়ই উচ্চতর পড়ালেখার জন্য দেশের বাইরে অবস্থান করার কারণে দীর্ঘ সময় মিডিয়ার কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এ সময়টুকু তিনি অবস্থান করেন মালয়েশিয়ায়।
সফলতার সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণের পর্বটি শেষ করার পর থেকে আবারও অভিনয়ে ফিরে আসেন ফারিয়া। নাটকেই অভিনয় শুরু করেন। এর মধ্যে ধ্রুব মিউজিব স্টেশন প্রযোজিত ও কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এ নাটকের মাধ্যমে ফিরতি যাত্রায় ফের আলোচনায় জায়গা করে নেন এ অভিনেত্রী।
নাটকটিতে ‘অন্তরা’ নামের একটি চরিত্রে অভিনয় করছেন ফারিয়া। তার সাবলীল অভিনয় দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে এরই মধ্যে। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘নাটকটি শুরু থেকেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আমার অভিনীত পর্বগুলো প্রচারে আসার পর দর্শকের কাছে অভাবনীয় সাড়া পাচ্ছি। পরিচালক যতদিন চাইবেন ততদিনই এ নাটকে অভিনয়ের ইচ্ছা আছে।’
এদিকে গত ঈদের কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন এ অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে একবার একটি সিনেমায় অভিনয় করেন ফারিয়া। সামিয়া জামানের পরিচালনায় এটির নাম ‘ছেলেটি কতদূরে’।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ব্যাচেলর পয়েন্টে উজ্জীবিত ফারিয়া শাহরিন
সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় আসা ফারিয়া শাহরিন এক সময় অভিনেত্রী হিসাবে বেশ ব্যস্ত ছিলেন। অভিনয় এবং মডেলিং-দুই মাধ্যমেই নিয়মিত কাজ করে দর্শকের ভালোবাসা অর্জন করেন। তবে ব্যস্ততার শিখরে থাকাবস্থায়ই উচ্চতর পড়ালেখার জন্য দেশের বাইরে অবস্থান করার কারণে দীর্ঘ সময় মিডিয়ার কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এ সময়টুকু তিনি অবস্থান করেন মালয়েশিয়ায়।
সফলতার সঙ্গে উচ্চশিক্ষা গ্রহণের পর্বটি শেষ করার পর থেকে আবারও অভিনয়ে ফিরে আসেন ফারিয়া। নাটকেই অভিনয় শুরু করেন। এর মধ্যে ধ্রুব মিউজিব স্টেশন প্রযোজিত ও কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এ নাটকের মাধ্যমে ফিরতি যাত্রায় ফের আলোচনায় জায়গা করে নেন এ অভিনেত্রী।
নাটকটিতে ‘অন্তরা’ নামের একটি চরিত্রে অভিনয় করছেন ফারিয়া। তার সাবলীল অভিনয় দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে এরই মধ্যে। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘নাটকটি শুরু থেকেই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আমার অভিনীত পর্বগুলো প্রচারে আসার পর দর্শকের কাছে অভাবনীয় সাড়া পাচ্ছি। পরিচালক যতদিন চাইবেন ততদিনই এ নাটকে অভিনয়ের ইচ্ছা আছে।’
এদিকে গত ঈদের কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন এ অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে একবার একটি সিনেমায় অভিনয় করেন ফারিয়া। সামিয়া জামানের পরিচালনায় এটির নাম ‘ছেলেটি কতদূরে’।