প্রথমবার মেলবোর্নে কনসার্টে অংশ নিলেন মমতাজ
আনন্দনগর প্রতিবেদক
২৩ মে ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
অস্ট্রেলিয়ায় বেশ কয়েকবার কনসার্ট করতে গিয়েছেন ফোকশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। যতবারই গিয়েছেন সবকটি কনসার্টই করেছেন সিডনিতে। এবারই প্রথম দেশটির মেলবোর্নে শো করেছেন এ সংগীতশিল্পী। গত ২১ মে সেখানে প্রবাসী বাংলাদেশির ঈদ পরবর্তী একটি মিলনমেলায় সংগীত পরিবেশন করেন তিনি। এ প্রসঙ্গে মোবাইল ফোনে মেলবোর্ন থেকে মমতাজ বলেন, ‘প্রবাসীরা যে দেশকে কতটা ভালোবাসেন, উপলব্ধি করেন তা বিদেশে না এলে বোঝা যায় না। সবার যে ভালোবাসা পেয়েছি তা আজীবন শ্রদ্ধার সঙ্গে মনে রাখব।’ আগামী ২৮ মে সিডনিতে আরেকটি শোতে অংশগ্রহণ শেষে ৩০ মে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রথমবার মেলবোর্নে কনসার্টে অংশ নিলেন মমতাজ
অস্ট্রেলিয়ায় বেশ কয়েকবার কনসার্ট করতে গিয়েছেন ফোকশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। যতবারই গিয়েছেন সবকটি কনসার্টই করেছেন সিডনিতে। এবারই প্রথম দেশটির মেলবোর্নে শো করেছেন এ সংগীতশিল্পী। গত ২১ মে সেখানে প্রবাসী বাংলাদেশির ঈদ পরবর্তী একটি মিলনমেলায় সংগীত পরিবেশন করেন তিনি। এ প্রসঙ্গে মোবাইল ফোনে মেলবোর্ন থেকে মমতাজ বলেন, ‘প্রবাসীরা যে দেশকে কতটা ভালোবাসেন, উপলব্ধি করেন তা বিদেশে না এলে বোঝা যায় না। সবার যে ভালোবাসা পেয়েছি তা আজীবন শ্রদ্ধার সঙ্গে মনে রাখব।’ আগামী ২৮ মে সিডনিতে আরেকটি শোতে অংশগ্রহণ শেষে ৩০ মে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।