‘জিরো’ নিয়ে উচ্ছ্বসিত রোজী
কুরবানি ঈদ উপলক্ষ্যে এরইমধ্যে বেশ কয়েকজন পরিচালকের কাজ শেষ করেছেন জনপ্রিয় অভিনেত্রী রোজী সেলিম। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘জিরো’ নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন রোমান রুনি। এতে অভিনয় করে তিনি বেশ উচ্ছ্বসিত বলে জানিয়েছেন। নির্মাতা বলেছেন, ‘আমাদের এই ছোট্ট ইন্ডাস্ট্রির জন্য রোজী আপা অনেক বড় একটা সম্পদ।’ নাটকটিতে অভিনয় করে রোজী নিজেও বেশ সন্তুষ্ট বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘কিছু কাজ মনে দাগ কেটে যায়। তেমনই একটি নাটক জিরো। আমার বিশ্বাস দর্শকরা নাটকটি বেশ উপভোগ করবেন।’ এদিকে সম্প্রতি রোজী সেলিম অভিনীত নিশান মাহমুদ পরিচালিত ‘হ্যাপি বার্থ ডে’ নামে একটি ওয়েব সিরিজ প্রকাশ হয়েছে। এতে সাফা কবিরের মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোজী। সিরিজটির জন্যও বেশ প্রশংসিত হচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আজ এ অভিনেত্রীর জন্মদিন। দিনটি ঘরোয়াভাবেই পালন করবেন। তবে জন্মদিন উপলক্ষ্যে স্বামী শহীদুজ্জামান সেলিমকে নিয়ে ভারতে বেড়াতে যাবেন বলে জানিয়েছেন তিনি। ফিরে এসে আবারও ঈদের নাটক নিয়ে ব্যস্ত হবেন। নাটকের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন রোজী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘পরাণ’ ও ‘সাইকো’ নামে দুটি সিনেমা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘জিরো’ নিয়ে উচ্ছ্বসিত রোজী
কুরবানি ঈদ উপলক্ষ্যে এরইমধ্যে বেশ কয়েকজন পরিচালকের কাজ শেষ করেছেন জনপ্রিয় অভিনেত্রী রোজী সেলিম। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘জিরো’ নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন রোমান রুনি। এতে অভিনয় করে তিনি বেশ উচ্ছ্বসিত বলে জানিয়েছেন। নির্মাতা বলেছেন, ‘আমাদের এই ছোট্ট ইন্ডাস্ট্রির জন্য রোজী আপা অনেক বড় একটা সম্পদ।’ নাটকটিতে অভিনয় করে রোজী নিজেও বেশ সন্তুষ্ট বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘কিছু কাজ মনে দাগ কেটে যায়। তেমনই একটি নাটক জিরো। আমার বিশ্বাস দর্শকরা নাটকটি বেশ উপভোগ করবেন।’ এদিকে সম্প্রতি রোজী সেলিম অভিনীত নিশান মাহমুদ পরিচালিত ‘হ্যাপি বার্থ ডে’ নামে একটি ওয়েব সিরিজ প্রকাশ হয়েছে। এতে সাফা কবিরের মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোজী। সিরিজটির জন্যও বেশ প্রশংসিত হচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আজ এ অভিনেত্রীর জন্মদিন। দিনটি ঘরোয়াভাবেই পালন করবেন। তবে জন্মদিন উপলক্ষ্যে স্বামী শহীদুজ্জামান সেলিমকে নিয়ে ভারতে বেড়াতে যাবেন বলে জানিয়েছেন তিনি। ফিরে এসে আবারও ঈদের নাটক নিয়ে ব্যস্ত হবেন। নাটকের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন রোজী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘পরাণ’ ও ‘সাইকো’ নামে দুটি সিনেমা।