নিজের অতীত প্রকাশ্যে আনলেন কেট উইন্সলেট
প্রত্যেক মানুষের জীবনে কিছু কষ্টকর ও তিক্ত অতীত থাকে। কেউ সেটি লুকিয়ে রাখেন, আবারও কেউ প্রকাশ করে নিজের মন হালকা করেন। কেউ কেউ অতীত থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তারকারাও তার ব্যতিক্রম নন। এমনই এক অতীতের কথা সম্প্রতি সবার সামনে আনলেন ‘টাইটানিক’খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। এক সময় মাংসের দোকানে কাজ করতেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন কেট। তিনি জানিয়েছেন, বিখ্যাত এবং মিলিয়ন ডলার উপার্জন শুরু করার আগে বাকিদের মতো সাধারণ কাজ করতেন। বার্কশায়ারের রিডিং শহরে বেড়ে ওঠা কেট অভিনেত্রী হওয়ার আগে রান্না করা মাংস এবং তৈরি করা সালাদ ইত্যাদির দোকানে কাজ করতেন। প্রথম সিনেমা ‘হেভেনলি ক্রিয়েচার’-এ অভিনয় করার সময় অভিনয়ের ক্যারিয়ারকে সুরক্ষিত করার আশায় পার্শ্ব কাজ হিসাবে তিনি এসব কাজ চালিয়ে যান। কারণ, অভিনেত্রী হিসাবে জীবিকা নির্বাহ করা বেশ কঠিন। বিশেষ করে যখন কেউ সবেমাত্র কাজ শুরু করে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিজের অতীত প্রকাশ্যে আনলেন কেট উইন্সলেট
প্রত্যেক মানুষের জীবনে কিছু কষ্টকর ও তিক্ত অতীত থাকে। কেউ সেটি লুকিয়ে রাখেন, আবারও কেউ প্রকাশ করে নিজের মন হালকা করেন। কেউ কেউ অতীত থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তারকারাও তার ব্যতিক্রম নন। এমনই এক অতীতের কথা সম্প্রতি সবার সামনে আনলেন ‘টাইটানিক’খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। এক সময় মাংসের দোকানে কাজ করতেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন কেট। তিনি জানিয়েছেন, বিখ্যাত এবং মিলিয়ন ডলার উপার্জন শুরু করার আগে বাকিদের মতো সাধারণ কাজ করতেন। বার্কশায়ারের রিডিং শহরে বেড়ে ওঠা কেট অভিনেত্রী হওয়ার আগে রান্না করা মাংস এবং তৈরি করা সালাদ ইত্যাদির দোকানে কাজ করতেন। প্রথম সিনেমা ‘হেভেনলি ক্রিয়েচার’-এ অভিনয় করার সময় অভিনয়ের ক্যারিয়ারকে সুরক্ষিত করার আশায় পার্শ্ব কাজ হিসাবে তিনি এসব কাজ চালিয়ে যান। কারণ, অভিনেত্রী হিসাবে জীবিকা নির্বাহ করা বেশ কঠিন। বিশেষ করে যখন কেউ সবেমাত্র কাজ শুরু করে।