হ্যালো...

ইচ্ছা করেই মঞ্চ নাটকে অভিনয় করছি না

 সোহেল আহসান 
২৯ মে ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

নাটক ও সিনেমায় অভিনয় এবং নির্মাণ প্রসঙ্গে আজকের ‘হ্যালে’ বিভাগে কথা বলেছেন তারিক আনাম খান।

* এখন কি অভিনয়ে নিয়মিত হয়েছেন?

** রোজার ঈদের সপ্তাহখানেক পর শুটিংয়ে ফিরেছি। অভিনয়কেই এখন বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ গত দুবছর ধরে করোনার কারণে সবাই ভুক্তভোগী। তাই সেই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে সবাই। আমিও ঠিক তাই করছি।

* কুরবানির ঈদের নাটকের কাজ কি শুরু করেছেন?

** শুরু না করলেও বেশ কয়েকটি ঈদের একখণ্ডের নাটকের গল্প এসেছে আমার কাছে। সেগুলো পড়ছি। অল্প সময়ের মধ্যেই নাটকগুলোতে অভিনয়ের সিদ্ধান্ত নেব। করোনা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে আগামী ঈদেও বেশ কিছু কাজ করার পরিকল্পনা আছে আমার।

* শুধু একখণ্ডের নাটকেই অভিনয় করেন। ধারাবাহিকে সেভাবে দেখা যায় না কেন আপনাকে?

** বর্তমানে ধারাবাহিক নাটকের বাজেট কম থাকে। তা ছাড়া গল্পের ক্ষেত্রেও কিছুটা জটিলতা থাকে। খুব যত্ন নিয়ে ধারাবাহিক নাটকে কাজ করার প্রবণতা কম দেখা যায়। তাই শুধু আমিই নই, অনেক অভিনেতাই এখন ধারাবাহিক নাটকে কম অভিনয় করছেন। আমিও তাই একখণ্ডের নাটককেই বেছে নিয়েছি।

* পরিচালনায়ও আপনি সফলতা পেয়েছিলেন। এ মাধ্যমটিতে কাজ করছেন না কেন?

** এ কাজের জন্য যে পরিমাণ চাপ নিতে হয়, তার বিপরীতে প্রাপ্তি খুব কম। যে কারণে নতুন নির্মাতাও সেভাবে বের হচ্ছে না। শুধু যারা এ পেশায় এসেছেন, তারাই কষ্ট করে কাজ করছেন। আমি মনে করি, নির্মাতাদের আর্থিক সুবিধা আরও বৃদ্ধি করা দরকার। তা না হলে মেধাবীরা আর এ অঙ্গনে কাজ করবেন না।

* মঞ্চ নাটক থেকে হঠাৎ কী কারণে সরে গেলেন?

** টিভি নাটক ও সিনেমার অভিনয়ে খুব ব্যস্ত আছি গত কয়েক বছর ধরেই। এ জন্য বিজ্ঞাপন নির্মাণও ছেড়ে দিয়েছি। তা ছাড়া মঞ্চ নাটকে প্রচুর সময় দিতে হয়; যা আমার জন্য কঠিন একটি বিষয়। তাই ইচ্ছা করেই মঞ্চ নাটকে অভিনয় করছি না।

* হাতে থাকা সিনেমার খবর কী?

** নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘গাঙচিল’, রুমান রায়ের ‘মোনা’, ফজলুল কবির তুহিনের ‘গাঙ কুমারী’ এবং শাহীনের ‘মাইক’ নামে সিনেমাগুলোতে অভিনয় করছি। আগামী মাসে নতুন একটি সিনেমার কাজ শুরু করতে পারি।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন