শিক্ষকের বেশে ঈদে হাজির হবেন সজল

 আনন্দনগর প্রতিবেদক 
২৬ জুন ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

প্রায় এক মাসের মতো দেশের বাইরে ছিলেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। এ সময়টায় তিনি আমেরিকার বিভিন্ন এলাকা ঘুরে বেড়িয়েছেন, পুরোনো বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন। সম্প্রতি দেশে ফিরেই নাটকের অভিনয় নিয়ে ব্যস্ত হয়েছেন। ফেরার পর মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় একটি ঈদের নাটকে অভিনয় করেছেন। ‘আদব বেয়াদব’ নামের এ নাটকে তিনি একজন কলেজ শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে সজল বলেন, ‘আমি এখন আর গণহারে নাটকে অভিনয় করছি না। তাই নাটকে আমাকে কম দেখা যায়। তবে এ নাটকটি সব দিক থেকেই আকর্ষণীয় হবে দর্শকের কাছে।’ এটি ছাড়াও ফেরদৌস হাসান রানার পরিচালনায় ‘বন্ধু বলে কিছু নেই’ নামের আরেকটি নাটকে অভিনয় করেছেন সজল। সেটিও আগামী ঈদে প্রচার হবে। এদিকে আমেরিকা যাওয়ার আগে জাহিদ হোসেনের পরিচালনায় ‘সুবর্ণগ্রাম’ নামের একটি সিনেমায় অভিনয় করেন এ অভিনেতা। এর আগে হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেই সব দিন’, আবু সাইয়িদের ‘সংযোগ’ এবং নাদের চৌধুরীর ‘জিন’ সিনেমায় অভিনয় করেন তিনি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন