প্রেম মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি উপাদান
হ্যালো...
আনন্দনগর প্রতিবেদক
২৬ জুন ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
লেখক, গীতিকার ও সংগীত পরিচালক হিসাবে পরিচিত আনা নাসরীন। প্রতিটি মাধ্যমেই নিয়মিত কাজ করছেন। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমায় তার কণ্ঠে তোলা একটি গান আলোচিত হয় বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। সাম্প্রতিক কাজ এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* কিছুদিন আগে মুক্তি পাওয়া গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘পাপপুণ্য’ সিনেমায় একটি গান করেছেন। এটি নিয়ে কেমন সাড়া পেলেন?
** গানটি সিনেমায় ব্যবহার করা হলেও এটি আসলে যে সিনেমার জন্য লিখেছিলাম তা নয়; এটি আমার ব্যক্তিগত জীবনের আবেগসংবলিত, একান্ত নিজের প্রেমের অনুভূতিপ্রসূত একটি গান। গানটির কথা ও সুর রচনা হয়েছিল ২০১৬ সালে। পরে এটি সিনেমায় যুক্ত হয়।
* আপনি বিপ্লবী ঘরানার গান করেন। সেখান থেকে বেরিয়ে হঠাৎ প্রেমের গান গাওয়া-এটা কেন?
** প্রেম মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি উপাদান। পৃথিবীর যত সংকট তার মূলে রয়েছে প্রেমহীনতা। পৃথিবীতে যুদ্ধ দিয়ে, বিপ্লব দিয়ে যত না সংকট মোকাবিলা সম্ভব, তার চেয়ে অনেক বেশি ভালোবাসা দিয়ে। আমাকে যদি কেবল একটি বাক্য বলার স্বাধীনতা দেওয়া হয়, আমি বলব আসুন, ভালোবাসি।
* অন্য কোনো সিনেমার গানের কাজ করেছেন?
** অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ নামের একটি সিনেমায় গান করেছি। গানটি বেশ শ্রুতিমধুর। একই পরিচালক তার ‘স্বপ্নকানন’ নামের নির্মিতব্য সিনেমাতেও সংগীত পরিচালনা করছি।
* গানের বাইরে আর কী করেন?
** গানের চেয়ে অনেক বেশি সময় আমি লেখালেখি করে কাটাই। বেশি উপভোগ করি বলেই সেটিতে বেশি সময় দিতে পারি। তবে গানের সঙ্গে কাটানো সময়ের পরিমাণ কম হলেও ওই সময়টুকু আমার আবেগ-অনুভূতিকে এত বেশি আন্দোলিত করে যে, তার ওজন অনেক বেশি হয়ে যায়।
* নারী স্বাধীনতা নিয়েও কথা বলেন আপনি। এই যে নারীবাদ কিংবা নারী স্বাধীনতা, বিষয়টি কীভাবে ব্যাখ্যা করবেন?
** নারী স্বাধীনতা বলতে আমি মনে করি নারীর জন্য ততটুকুই স্বাধীনতা দরকার, যতটুকু স্বাধীনতা একজন পুরুষ ভোগ করে থাকেন। অর্থাৎ মানুষের জন্মগতভাবে যে মানবিক অধিকারগুলো থাকে তা নারী-পুরুষ নির্বিশেষে সবার থাকে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হ্যালো...
প্রেম মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি উপাদান
লেখক, গীতিকার ও সংগীত পরিচালক হিসাবে পরিচিত আনা নাসরীন। প্রতিটি মাধ্যমেই নিয়মিত কাজ করছেন। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমায় তার কণ্ঠে তোলা একটি গান আলোচিত হয় বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। সাম্প্রতিক কাজ এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* কিছুদিন আগে মুক্তি পাওয়া গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘পাপপুণ্য’ সিনেমায় একটি গান করেছেন। এটি নিয়ে কেমন সাড়া পেলেন?
** গানটি সিনেমায় ব্যবহার করা হলেও এটি আসলে যে সিনেমার জন্য লিখেছিলাম তা নয়; এটি আমার ব্যক্তিগত জীবনের আবেগসংবলিত, একান্ত নিজের প্রেমের অনুভূতিপ্রসূত একটি গান। গানটির কথা ও সুর রচনা হয়েছিল ২০১৬ সালে। পরে এটি সিনেমায় যুক্ত হয়।
* আপনি বিপ্লবী ঘরানার গান করেন। সেখান থেকে বেরিয়ে হঠাৎ প্রেমের গান গাওয়া-এটা কেন?
** প্রেম মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি উপাদান। পৃথিবীর যত সংকট তার মূলে রয়েছে প্রেমহীনতা। পৃথিবীতে যুদ্ধ দিয়ে, বিপ্লব দিয়ে যত না সংকট মোকাবিলা সম্ভব, তার চেয়ে অনেক বেশি ভালোবাসা দিয়ে। আমাকে যদি কেবল একটি বাক্য বলার স্বাধীনতা দেওয়া হয়, আমি বলব আসুন, ভালোবাসি।
* অন্য কোনো সিনেমার গানের কাজ করেছেন?
** অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ নামের একটি সিনেমায় গান করেছি। গানটি বেশ শ্রুতিমধুর। একই পরিচালক তার ‘স্বপ্নকানন’ নামের নির্মিতব্য সিনেমাতেও সংগীত পরিচালনা করছি।
* গানের বাইরে আর কী করেন?
** গানের চেয়ে অনেক বেশি সময় আমি লেখালেখি করে কাটাই। বেশি উপভোগ করি বলেই সেটিতে বেশি সময় দিতে পারি। তবে গানের সঙ্গে কাটানো সময়ের পরিমাণ কম হলেও ওই সময়টুকু আমার আবেগ-অনুভূতিকে এত বেশি আন্দোলিত করে যে, তার ওজন অনেক বেশি হয়ে যায়।
* নারী স্বাধীনতা নিয়েও কথা বলেন আপনি। এই যে নারীবাদ কিংবা নারী স্বাধীনতা, বিষয়টি কীভাবে ব্যাখ্যা করবেন?
** নারী স্বাধীনতা বলতে আমি মনে করি নারীর জন্য ততটুকুই স্বাধীনতা দরকার, যতটুকু স্বাধীনতা একজন পুরুষ ভোগ করে থাকেন। অর্থাৎ মানুষের জন্মগতভাবে যে মানবিক অধিকারগুলো থাকে তা নারী-পুরুষ নির্বিশেষে সবার থাকে।