নতুন ধারাবাহিকে অভিনয়ের ইচ্ছা নেই
একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি এখনো অভিনয়ে সক্রিয়। করোনাকালে কাজের ধারাবাহিকতায় ছেদ পড়লেও এখন পুরোদমে অভিনয় করছেন। একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। ১৩ বছর পর সম্প্রতি ফিরেছেন মঞ্চেও। পাশাপাশি রয়েছে সিনেমার কাজের ব্যস্ততা। অভিনয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন এ অভিনেত্রী।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** অভিনয় নিয়েই আমার সব ব্যস্ততা। এর বাইরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত আছি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের হয়ে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকি।
* আপনি দীর্ঘ দিন ধরে একটি নতুন মঞ্চ নাটকের মহড়া করছেন। এটি কবে মঞ্চে আসছে?
** আগামী ১ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় থিয়েটার নাট্যদলের ব্যানারে এ নাটকটি মঞ্চস্থ হবে। নাম ‘পোহালে শর্বরী’। এটি নির্দেশনা দিয়েছেন রামেন্দু মজুমদার।
* নাটকটি নিয়ে আপনার প্রত্যাশা কী?
** খুবই সুন্দর বক্তব্যধর্মী গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। আমরা সবাই আন্তরিকতা নিয়ে কাজ করছি। তা ছাড়া নাটকের প্রতিটি চরিত্রের জন্য দুজন করে অভিনয়শিল্পী রয়েছেন। দেখা যায় নাটক যখন মঞ্চে আসে তখন নানা কারণে কোনো একটি চরিত্রের অভিনয়শিল্পীর অনুপস্থিতিতে সেটির প্রদর্শনী বন্ধ থাকে। সে ধরনের বিড়ম্বনা যাতে না হয়, এ জন্যই দল থেকে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
* তাহলে আপনাকে মঞ্চ নাটকে নিয়মিত দেখা যাবে...
** এ নাটকটির যখন প্রদর্শনী হবে তখন তো অভিনয় করবই। তা ছাড়া দলের অন্য নাটকেও দেখা যাওয়ার সম্ভাবনা আছে। মঞ্চ নাটকের অভিনয়ে আমার সব সময়ই ভালো লাগে। তবে টিভি নাটকের অভিনয় ব্যস্ততায় কিছু সময় মঞ্চের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। আশা করছি দুই মাধ্যমেই আমাকে এখন থেকে নিয়মিত দেখা যাবে।
* টিভি নাটকের খবর কী?
** আমি নতুন এ মঞ্চ নাটকের জন্যই অনেকদিন ধরে অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারিনি। তবু নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ-২’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করছি। আপাতত অন্য কোনো ধারাবাহিক নাটকে অভিনয়ের ইচ্ছা নেই।
* সিনেমায়ও তো অভিনয় করছেন...
** কিছুদিন আগে সরকারি অনুদানের ‘মাইক’ নামের একটি শিশুতোষ সিনেমায় অভিনয় করেছি। এতে আমার সহশিল্পী ছিলেন ফেরদৌস। এটি নিয়ে আমি আশাবাদী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হ্যালো...
নতুন ধারাবাহিকে অভিনয়ের ইচ্ছা নেই
একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি এখনো অভিনয়ে সক্রিয়। করোনাকালে কাজের ধারাবাহিকতায় ছেদ পড়লেও এখন পুরোদমে অভিনয় করছেন। একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। ১৩ বছর পর সম্প্রতি ফিরেছেন মঞ্চেও। পাশাপাশি রয়েছে সিনেমার কাজের ব্যস্ততা। অভিনয় এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন এ অভিনেত্রী।
* এখন কী নিয়ে ব্যস্ত আছেন?
** অভিনয় নিয়েই আমার সব ব্যস্ততা। এর বাইরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত আছি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের হয়ে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকি।
* আপনি দীর্ঘ দিন ধরে একটি নতুন মঞ্চ নাটকের মহড়া করছেন। এটি কবে মঞ্চে আসছে?
** আগামী ১ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় থিয়েটার নাট্যদলের ব্যানারে এ নাটকটি মঞ্চস্থ হবে। নাম ‘পোহালে শর্বরী’। এটি নির্দেশনা দিয়েছেন রামেন্দু মজুমদার।
* নাটকটি নিয়ে আপনার প্রত্যাশা কী?
** খুবই সুন্দর বক্তব্যধর্মী গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। আমরা সবাই আন্তরিকতা নিয়ে কাজ করছি। তা ছাড়া নাটকের প্রতিটি চরিত্রের জন্য দুজন করে অভিনয়শিল্পী রয়েছেন। দেখা যায় নাটক যখন মঞ্চে আসে তখন নানা কারণে কোনো একটি চরিত্রের অভিনয়শিল্পীর অনুপস্থিতিতে সেটির প্রদর্শনী বন্ধ থাকে। সে ধরনের বিড়ম্বনা যাতে না হয়, এ জন্যই দল থেকে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
* তাহলে আপনাকে মঞ্চ নাটকে নিয়মিত দেখা যাবে...
** এ নাটকটির যখন প্রদর্শনী হবে তখন তো অভিনয় করবই। তা ছাড়া দলের অন্য নাটকেও দেখা যাওয়ার সম্ভাবনা আছে। মঞ্চ নাটকের অভিনয়ে আমার সব সময়ই ভালো লাগে। তবে টিভি নাটকের অভিনয় ব্যস্ততায় কিছু সময় মঞ্চের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। আশা করছি দুই মাধ্যমেই আমাকে এখন থেকে নিয়মিত দেখা যাবে।
* টিভি নাটকের খবর কী?
** আমি নতুন এ মঞ্চ নাটকের জন্যই অনেকদিন ধরে অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারিনি। তবু নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ-২’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করছি। আপাতত অন্য কোনো ধারাবাহিক নাটকে অভিনয়ের ইচ্ছা নেই।
* সিনেমায়ও তো অভিনয় করছেন...
** কিছুদিন আগে সরকারি অনুদানের ‘মাইক’ নামের একটি শিশুতোষ সিনেমায় অভিনয় করেছি। এতে আমার সহশিল্পী ছিলেন ফেরদৌস। এটি নিয়ে আমি আশাবাদী।