ঢাকা আসছেন শিল্পা শেঠি
আবারও ঢাকা আসছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী বিশেষ একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। আয়োজনটিতে প্রথম দুই দিন আগামী ২৮ ও ২৯ জুলাই থাকছে ‘ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’। এদিন উপস্থিত থাকবেন শিল্পা শেঠি। অনুষ্ঠান শেষে পর দিনই ঢাকা ত্যাগ করবেন এ বলিউড অভিনেত্রী। আয়োজকসূত্রে এমনটাই জানা গেছে। ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে শিল্পা এরই মধ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ঢাকার এ আয়োজনে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি, সবার সঙ্গে দেখা হবে।’ ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঢাকা আসছেন শিল্পা শেঠি
আবারও ঢাকা আসছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী বিশেষ একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসবেন বলে জানা গেছে। আয়োজনটিতে প্রথম দুই দিন আগামী ২৮ ও ২৯ জুলাই থাকছে ‘ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’। এদিন উপস্থিত থাকবেন শিল্পা শেঠি। অনুষ্ঠান শেষে পর দিনই ঢাকা ত্যাগ করবেন এ বলিউড অভিনেত্রী। আয়োজকসূত্রে এমনটাই জানা গেছে। ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে শিল্পা এরই মধ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ঢাকার এ আয়োজনে যোগ দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি। আশা করছি, সবার সঙ্গে দেখা হবে।’ ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি।