কিং লুই হয়ে ফিরছেন জনি ডেপ

 আনন্দনগর ডেস্ক 
১৩ আগস্ট ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডকে নিয়ে মামলা বিষয়ক সব ঝামেলা চুকিয়ে অবশেষে অভিনয়ে ফিরেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। সম্প্রতি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। নাম ‘জিন দু বারি’। এটি তৈরি হচ্ছে ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সের জন্য। সিনেমাটিতে তিনি ফরাসি রাজা ‘লুই’ রূপে ধরা দেবেন। এরইমধ্যে সিনেমার ফাস্টলুক প্রকাশও হয়েছে। তাতে দেখা গেছে সাদা উইগ পরেছেন জনি ডেপ। কালো কাপড়ে চোখ ঢেকে রাখা। সিনেমার গল্প কিং লুইয়ের সর্বশেষ উপপত্নী জিন দু বারিকে কেন্দ্র করে। দরিদ্র ঘরে জন্ম জিন দু বারি সাধারণ নারী থেকে কীভাবে ফরাসি রাজতন্ত্রের অংশ হয়ে ওঠেন, সেটার দেখানোর চেষ্টা করবেন পরিচালক। গত ২৬ জুলাই থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। সেই থেকে এখনো চলছে প্যারিসের বিভিন্ন স্থানে। বেশ কিছু দৃশ্যের শুটিং হবে স্টুডিওতে। প্রসঙ্গত, রাজা লুই ফিফটিন প্রায় ৫৯ বছর ফ্রান্স শাসন করেন। মৃত্যুর আগে তিনি দুর্নীতি ও অবাধ্যতার দায়ে অভিযুক্ত হন। গিলোটিনের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন