জন্মদিনে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করলেন স্ত্রী চন্দনা
প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর জীবদ্দশায় কখনোই ক্যামেরার সামনে আসেননি তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। এমন কী আইয়ুব বাচ্চুও কখনো পরিবার তথা স্ত্রীকে নিয়ে মিডিয়ায় আসেননি। প্রখ্যাত এ সংগীতশিল্পীর মৃত্যুর অনেকদিন পর প্রথমবার ক্যামেরার সামনে কথা বললেন চন্দনা। তাও প্রয়াত স্বামীর স্মৃতিচারণ নিয়ে। আর কাজটি সম্পন্ন করেছেন তানভীর তারেক। আজ আইয়ুব বাচ্চুর জন্মদিন। দিনটিকে কেন্দ্র করেই ‘রিমেমবারিং আইয়ুব বাচ্চু’ নামে একটি অনুষ্ঠান তৈরি করেছেন তানভীর। এ অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর স্মৃতিচারণা ও তার নামে ফাউন্ডেশন তৈরির উদ্যোগ নিয়ে কথা বলেছেন চন্দনা। একই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলআরবি’র গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ। আইয়ুব বাচ্চু প্রসঙ্গে ফেরদৌস আক্তার চন্দনা বলেন, ‘আমি আজীবনই মিডিয়ার বাইরে থেকেছি। এসব বুঝি না। বুঝতেও চাইনি। কিন্তু এখন বাচ্চুর স্মৃতি সংরক্ষণ ও তার এই অমূল্য গানের সংরক্ষণের কাজগুলো আমি আমার দুই সন্তানের পক্ষ থেকে করছি। দায়িত্বগুলো আমার সন্তানের। ওরা যেহেতু বাইরে পড়াশোনা করছে, তাই কাজগুলো করার জন্য আমি এখন ছুটে বেড়াচ্ছি। এসব কাজ নিয়ে অনেকেই সাপোর্ট দিচ্ছেন। কারো কারো বাঁকা কথাও শুনতে হচ্ছে। ওদের সবাইকে তো আমি জনে জনে ব্যাখ্যা দিতে পারব না। তানভীর ভাই বাচ্চুর খুব স্নেহধন্য ছিল। তাই তার অনুরোধে এবং সময়ের প্রয়োজনে কিছু কথা বলেছি।’ তানভীর তারেক বলেন, ‘বাচ্চু ভাইকে নিয়ে আমার অধিকাংশ শোতে কথা বলি। এ অনুষ্ঠানটি বিশেষ কারণ তার পরিবার, আইয়ুব বাচ্চুর স্ত্রী এবং তাদের সন্তানের মা কথা বলেছেন। তাই এলআরবির গান ও আনুসঙ্গিক বিষয় নিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’ অনুষ্ঠানটির প্রথম পর্ব অবমুক্ত হবে আজ রাত ১০টায় তানভীর তারেকের অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। পরবর্তীতে অনুষ্ঠানটি স্বাধীন মিউজিক অ্যাপেও দেখা যাবে।
জন্মদিনে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করলেন স্ত্রী চন্দনা
আনন্দনগর প্রতিবেদক
১৬ আগস্ট ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর জীবদ্দশায় কখনোই ক্যামেরার সামনে আসেননি তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। এমন কী আইয়ুব বাচ্চুও কখনো পরিবার তথা স্ত্রীকে নিয়ে মিডিয়ায় আসেননি। প্রখ্যাত এ সংগীতশিল্পীর মৃত্যুর অনেকদিন পর প্রথমবার ক্যামেরার সামনে কথা বললেন চন্দনা। তাও প্রয়াত স্বামীর স্মৃতিচারণ নিয়ে। আর কাজটি সম্পন্ন করেছেন তানভীর তারেক। আজ আইয়ুব বাচ্চুর জন্মদিন। দিনটিকে কেন্দ্র করেই ‘রিমেমবারিং আইয়ুব বাচ্চু’ নামে একটি অনুষ্ঠান তৈরি করেছেন তানভীর। এ অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর স্মৃতিচারণা ও তার নামে ফাউন্ডেশন তৈরির উদ্যোগ নিয়ে কথা বলেছেন চন্দনা। একই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলআরবি’র গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ। আইয়ুব বাচ্চু প্রসঙ্গে ফেরদৌস আক্তার চন্দনা বলেন, ‘আমি আজীবনই মিডিয়ার বাইরে থেকেছি। এসব বুঝি না। বুঝতেও চাইনি। কিন্তু এখন বাচ্চুর স্মৃতি সংরক্ষণ ও তার এই অমূল্য গানের সংরক্ষণের কাজগুলো আমি আমার দুই সন্তানের পক্ষ থেকে করছি। দায়িত্বগুলো আমার সন্তানের। ওরা যেহেতু বাইরে পড়াশোনা করছে, তাই কাজগুলো করার জন্য আমি এখন ছুটে বেড়াচ্ছি। এসব কাজ নিয়ে অনেকেই সাপোর্ট দিচ্ছেন। কারো কারো বাঁকা কথাও শুনতে হচ্ছে। ওদের সবাইকে তো আমি জনে জনে ব্যাখ্যা দিতে পারব না। তানভীর ভাই বাচ্চুর খুব স্নেহধন্য ছিল। তাই তার অনুরোধে এবং সময়ের প্রয়োজনে কিছু কথা বলেছি।’ তানভীর তারেক বলেন, ‘বাচ্চু ভাইকে নিয়ে আমার অধিকাংশ শোতে কথা বলি। এ অনুষ্ঠানটি বিশেষ কারণ তার পরিবার, আইয়ুব বাচ্চুর স্ত্রী এবং তাদের সন্তানের মা কথা বলেছেন। তাই এলআরবির গান ও আনুসঙ্গিক বিষয় নিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’ অনুষ্ঠানটির প্রথম পর্ব অবমুক্ত হবে আজ রাত ১০টায় তানভীর তারেকের অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। পরবর্তীতে অনুষ্ঠানটি স্বাধীন মিউজিক অ্যাপেও দেখা যাবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023