সেপ্টেম্বরে মুহিনের অভিষেক

 আনন্দনগর প্রতিবেদক 
১৭ আগস্ট ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক-এ তিন পরিচয়ের বাইরে অভিনেতা হিসাবে নিজেকে তুলে ধরেছেন মুহিন খান। সে ধারাবাহিকতায় প্রথমবার একটি সিনেমায় অভিনয় করেন কিছুদিন আগে। নাম ‘জীবন পাখি’। পরিচালনা করেছেন আসাদ সরকার। আত্মহত্যাবিরোধী একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। সম্প্রতি এটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। প্রদর্শিত হবে দেশের সব শিল্পকলা একাডেমি মিলনায়তনে। এ সিনেমা প্রসঙ্গে মুহিন বলেন, ‘সিনেমায় অভিনয় করা বেশ কঠিন কাজ। আমি প্রথমবার সিনেমায় অভিনয় করলেও পরিচালক থেকে শুরু করে সবাই সহযোগিতা করেছেন। গল্পের কারণেই এটি দর্শকের ভালো লাগবে। দর্শক যদি আমার অভিনয় পছন্দ করেন, তাহলে সিনেমায় নিয়মিত অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই।’ এদিকে গানের জগতেও কর্মব্যস্ত রয়েছেন তিনি। সম্প্রতি রাশিদ পলাশের পরিচালনায় ‘ময়ুরাক্ষী’ নামের সিনেমায় দুটি গান গেয়েছেন। এ ছাড়া আগামী মাসে নিজের কণ্ঠের পাঁচটি নতুন গান প্রকাশ হবে বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন