উচ্চশিক্ষা নিয়ে বিপাকে ভাবনা

 আনন্দনগর প্রতিবেদক 
১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী, অভিনেত্রী ও লেখক হিসাবে পরিচিত আশনা হাবিব ভাবনা। মিডিয়ায় নিয়মিত কাজ করছেন তিনি। মিডিয়ার কাজের পাশাপাশি পড়ালেখাও করছেন। কিছুদিন আগে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। তবে মাস্টার্স শুরু করা নিয়ে বিপাকে পড়েছেন তিনি। কারণ তার পছন্দের বিষয় জেন্ডার স্টাডিস। কিন্তু এ বিষয়ে দেশে মাস্টার্স শিক্ষা কার্যক্রম চালু নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোর্সটি চালু থাকলেও গত কয়েক বছর ধরেই সেটি বন্ধ। অন্য কোনো বিষয় নিয়ে মাস্টার্স করার ইচ্ছা নেই এ মডেল অভিনেত্রীর। তাই এ নিয়ে বিপাকে পড়েছেন। তবে দেশের বাইরে গিয়ে কোর্সটি করার ইচ্ছাও নেই ভাবনার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি গ্র্যাজুয়েশনও দেশের বাইরে থেকে করেছি। অনেকদিন ধরেই মনস্থির করে আছি যে জেন্ডার বিষয়ে মাস্টার্স করব।

কিন্তু হঠাৎ করেই জানলাম দেশে কোথাও এ বিষয়টি চালু নেই। তবে এখন দেশের বাইরে গিয়ে উচ্চতর পড়ালেখা করার ইচ্ছাও নেই। তাই সিদ্ধান্তহীনতায় ভুগছি। তবে খুব বেশি দেরি করব না। অল্প সময়ের মধ্যেই চূড়ান্ত করব সব কিছু।’ এদিকে কিছুদিন আগে ‘দামপাড়া’ নামের একটি সিনেমার শুটিং করেছেন এ অভিনেত্রী। সর্বশেষ নুরুল আলম আতিকের পরিচালনায় ‘কমলার সুবাস’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এ ছাড়া বিশেষ দিবসের একখণ্ডের নাটকেও অভিনয় করছেন ভাবনা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন