নিলয় হিমির পরান পাখি

 আনন্দনগর প্রতিবেদক 
২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

এ সময়ের নাটকের জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি নতুন একটি ওয়েব নাটকে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ জুটি। নাটকের নাম ‘পরান পাখি’। এটি নির্মাণ করছেন মাহিন আওলাদ। নির্মাতার গল্পে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এর আগে মাহিনের পরিচালনায় নিলয় আলমগীর ও হিমি দুজনেই মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ‘পরান পাখি’ মাহিন আওলাদের প্রথম ওয়েব নাটক। আগামী ৬ অক্টোবর মানিকগঞ্জে এর শুটিং হবে বলে নির্মাতা জানিয়েছেন। এতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘যেহেতু এটি মাহিনের প্রথম ওয়েব নাটক, তাই সে কাজটি নিয়ে ভীষণ সিরিয়াস। এখন শুধু শুটিংয়ের অপেক্ষা।’ হিমি বলেন, ‘কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি ভালো কিছু হবে।’ ধ্রব মিউজিক স্টেশনের ব্যানারে নির্মিত এ নাটকটি প্রযোজনায় ‘ধ্রুব টিভি’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন