ভালোবাসা ও সম্মানবোধের জায়গাটা এখন প্রশ্নবিদ্ধ
হ্যালো...
হাসান সাইদুল
১৫ নভেম্বর ২০২২, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকেই অডিও এবং সিনেমায় গান গেয়ে সাফল্য অর্জন করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?
** গানের রেওয়াজ করছি নিয়মিত। কয়েকটি নতুন গানের কাজ করছি। সংসারের ব্যস্ততা তো আছেই। পাশাপাশি স্টেজ শোও করছি।
* নতুন গানে আপনাকে নিয়মিত দেখা যায় না। কারণ কী?
** সত্যিকার অর্থে নিয়মিত আর অনিয়মিত বিষয়টি বুঝি না, ভাবিও না। গান যখন তৈরি হবে, তখনই সেটি প্রকাশ করব বা করে থাকি। আজ একটা গান করলাম, তারপর চার-পাঁচ মাস পর আরেকটা গান করলাম। এটা হয়তো অনেকে অনিয়মিত বলেন। আমার কাছে বিষয়টি এমন নয়। নতুন গান না করলেও তো শিল্পীরা স্টেজ শো বা অনুশীলনের সঙ্গে থাকেন।
* গানের জগৎ নিয়ে কোনো একটা অভিমান রয়েছে আপনার ভেতর। সত্যি কী তাই?
** অভিমান নয়। তবে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। গান দিয়ে শিল্পীরা কত কিছু করতে পারে। দেশপ্রেম, সমাজের কথা, মানুষের কথা, প্রেম-ভালোবাসার কথা গানের মাঝে মানুষ পেত। এখনো হয়তো পায়। কিন্তু আমার কাছে মনে হয় গানে কোনো কিছু একটার যেন কমতি আছে। কোন জিনিসটা মনে হয় নেই আগের মতো!
* বর্তমান গানে বা গানের জগতে কিসের কমতি আছে বলে মনে করেন?
** প্রথম বিষয়টি হচ্ছে, যে যার মতো করে গান গাইছে। ভিডিও বানাচ্ছে। দর্শক-শ্রোতারা আসলে কোন গান চায় সেগুলোর ওপর মনে হয় নজর দেওয়া হয় না। গানের জগতে ভদ্রতার বিষয়টিও এখন চোখে পড়ে। ভালোবাসা ও সম্মানবোধের জায়গাটা এখন প্রশ্নবিদ্ধ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হ্যালো...
ভালোবাসা ও সম্মানবোধের জায়গাটা এখন প্রশ্নবিদ্ধ
জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। ক্যারিয়ারের শুরু থেকেই অডিও এবং সিনেমায় গান গেয়ে সাফল্য অর্জন করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?
** গানের রেওয়াজ করছি নিয়মিত। কয়েকটি নতুন গানের কাজ করছি। সংসারের ব্যস্ততা তো আছেই। পাশাপাশি স্টেজ শোও করছি।
* নতুন গানে আপনাকে নিয়মিত দেখা যায় না। কারণ কী?
** সত্যিকার অর্থে নিয়মিত আর অনিয়মিত বিষয়টি বুঝি না, ভাবিও না। গান যখন তৈরি হবে, তখনই সেটি প্রকাশ করব বা করে থাকি। আজ একটা গান করলাম, তারপর চার-পাঁচ মাস পর আরেকটা গান করলাম। এটা হয়তো অনেকে অনিয়মিত বলেন। আমার কাছে বিষয়টি এমন নয়। নতুন গান না করলেও তো শিল্পীরা স্টেজ শো বা অনুশীলনের সঙ্গে থাকেন।
* গানের জগৎ নিয়ে কোনো একটা অভিমান রয়েছে আপনার ভেতর। সত্যি কী তাই?
** অভিমান নয়। তবে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। গান দিয়ে শিল্পীরা কত কিছু করতে পারে। দেশপ্রেম, সমাজের কথা, মানুষের কথা, প্রেম-ভালোবাসার কথা গানের মাঝে মানুষ পেত। এখনো হয়তো পায়। কিন্তু আমার কাছে মনে হয় গানে কোনো কিছু একটার যেন কমতি আছে। কোন জিনিসটা মনে হয় নেই আগের মতো!
* বর্তমান গানে বা গানের জগতে কিসের কমতি আছে বলে মনে করেন?
** প্রথম বিষয়টি হচ্ছে, যে যার মতো করে গান গাইছে। ভিডিও বানাচ্ছে। দর্শক-শ্রোতারা আসলে কোন গান চায় সেগুলোর ওপর মনে হয় নজর দেওয়া হয় না। গানের জগতে ভদ্রতার বিষয়টিও এখন চোখে পড়ে। ভালোবাসা ও সম্মানবোধের জায়গাটা এখন প্রশ্নবিদ্ধ।